Kunal Ghosh on SSC : কুণালের মন্তব্যে এসএসসি দুর্নীতিতে পার্থর ভূমিকা ! ক্রমেই অস্বস্তি বাড়ছে দলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এসএসসি দুর্নীতি ( SSC Corruption ) মামলায় সিবিআই তদন্ত (CBI Investigation) নিয়ে উত্তাল রাজ্য। বিরোধীরা এখনও তেমন প্রভাব বিস্তারকারী আন্দোলন গড়ে তুলতে না পারলেও জনমানষে ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার।
এই ঘটনার দায় কার তা নিয়ে তৃণমূলের অন্দরেই জলঘোলা শুরু হয়েছে বলে খবর। এরই মাঝে দলের প্রধান মুখপাত্র কুণাল ঘোষের ( Kunal Ghosh on SSC ) মন্তব্যের পর বিষয়টি আরও গুরুতর হয়ে উঠল। প্রশ্ন উঠছে তবে কি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee ) ঘাড়ে যাবতীয় দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে শাসক দল?
Kunal Ghosh on SSC হঠাৎ কী এমন বললেন কুণাল?
বিভিন্ন বিষয় নিয়ে তৃণমূলের অবস্থান জানাবেন বলে শুক্রবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ ( Kunal Ghosh on SSC )। সেখানে এসএসসি দুর্নীতি নিয়ে প্রশ্ন করার আগেই কিছুটা যেন নিজের গরজে বলে বসেন, এসএসসি দুর্নীতি নিয়ে উত্তাল হচ্ছে রাজ্য।
তার সঙ্গে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কোনও যোগ নেই। এই বিষয়টি আগের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলের। উনিই বিষয়টা ভালো বলতে পারবেন! সাম্প্রতিক অতীতে কোনও গুরুতর বিষয়ে দলেরই কারোর ওপর দায় ঠেলে দিয়ে হাত ঝেড়ে ফেলার মতো ঘটনা তৃণমূলে দেখা যায়নি।
সেখানে পার্থ চট্টোপাধ্যায় ‘হেভিওয়েট’ তো বটেই, পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলাচ্ছেন। আজও বিভিন্ন সাংগঠনিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করেন পার্থর উপর।
সেই তাঁকে নিয়ে কুণাল ঘোষের এই মন্তব্যে জলঘোলা হওয়াটাই স্বাভাবিক। তৃণমূলেরই একাংশের মতে পার্থকে একা কুণাল নিশানা করবেন এটা সম্ভব নয়। এর পিছনে নিশ্চয়ই আরও বড় কোনও মাথা আছে!
কুণালের এদিনের মন্তব্যের পর এই প্রশ্নও উঠছে, তবে কি এসএসসি দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা সম্বন্ধে তৃণমূল শীর্ষ নেতৃত্ব নিশ্চিত? এর উত্তর সময়ই দেবে।