মুখ্যমন্ত্রীর শপথের দিনেই রাজ্যে এল ১ লক্ষ্য কোভ্যাক্সিন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতিতে সম্পূর্ণ অনাড়ম্বর অনুষ্ঠান হল রাজভবনে। উপস্থিত ছিলেন জনা পঞ্চাশেক নিমন্ত্রিত। শপথ নিয়েই মুখ্যমন্ত্রী বলেন তাঁর প্রথম কাজ হবে কোভিড মোকাবিলা করা।

একইসঙ্গে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে যেকোন রকম হিংসাত্মক কাজকর্ম থেকে বিরত থাকার অনুরোধ জানান। প্রয়োজনে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে গোটা দেশে করোনার দ্বিতীয় ঢেউতে বেলাগাম অবস্থা তৈরি হয়েছে। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 107 জনের।

মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা। কোভিদ বিধি মেনে মানুষকে সচেতন করে সমস্ত কাজ করার আর্জি বারবার জানাচ্ছেন মুখ্যমন্ত্রী।

আজই রাজ্যে এসে পৌঁছলো কোভ্যাকসিনের এক লক্ষ ডোজ। দুপুরের পর এসে পৌঁছবে আরো চার লক্ষ কোভিশিল্ড।

ইতিমধ্যেই রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দিতে 3 কোটি টাকার টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তারমধ্যে দু’কোটি প্রতিষেধক নিজের কাছে রাখা হবে।

বাকি 1 কোটি প্রতিশোধক বেসরকারি হাসপাতালগুলিকে দেওয়া হতে পারে। ইতিমধ্যেই 10 লক্ষ কোভিশিল্ড ও 3 লক্ষ 60 হাজার কোভ্যাকসিনের ডোজ অর্ডার দেওয়া হয়েছে রাজ্যের তরফে।

হেস্টিংসে শপথ বাক্য পাঠ নবনির্বাচিত বিজেপি বিধায়কদের, ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে শুরু ধর্ণা

বাগবাজার স্টোরে কোভিশিল্ডের 1 লক্ষ 70 হাজার ডোজ রয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। বুধবার থেকেই সেগুলি রাজ্যের বিভিন্ন জায়গার বন্টন করা হবে বলে স্বাস্থ্য দপ্তরে তরফে জানানো হয়েছে

এখনো পর্যন্ত বন্ধ রয়েছে বেসরকারি হাসপাতালগুলিতে ভ্যাকসিনেশন। সরকারি হাসপাতালগুলিতে মিলছেনা ভ্যাকসিনের প্রথম ডোজ। তবে মনে করা হচ্ছে বুধবার ভ্যাক্সিন এসে পৌঁছানোর পর কিছুটা হলেও ভ্যাকসিনের ঘাটতি মেটানো সম্ভব হবে।

সম্পর্কিত পোস্ট