লাদাখ ইস্যুঃ সোমবার ফের সেনা পর্যায়ের বৈঠকে চিন এবং ভারত
দ্য কোয়ারি ওয়েবেডেস্কঃ জুন মাস থেকে লাগাতার চলছে বৈঠক। তবুও লাদাখ উত্তেজনা বিন্দুমাত্র কমেনি। সোমবার ফের সেনা পর্যায়ের বৈঠকে বসল চিন এবং ভারত।
চিন নিয়ন্ত্রাধীন মলডোতে সকাল ৯ টা থেকে শুরু হয়েছে বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছে লেফট্যান্ট জেনারেল হরিন্দর সিং। চিনের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন মেজর জেনারেল লিউ লিন।
সূত্রের খবর, গত মে মাস থেকে লাদাখ সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা কিভাবে কমানো যায়? সেই নিয়ে আলোচনা হবে এদিনের বৈঠকে। এদিনের বৈঠকের মাধ্যমে সমাধান সূত্র খুঁজে বের করতে উপস্থিত থাকছে বিদেশমন্ত্রকের যুগ্ম সচীব পর্যায়ের অধিকারিক।
এর আগে ১৫ জুন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌছয়। ঘটনায় প্রাণ হারান ২০ জন ভারতীয় সেনা। তারপর একাধিকবার সেনা পর্যায়ের বৈঠকের মাধ্যমে কোনও সমাধান সূত্র খুজে বের করা সম্ভব হয়নি।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/more-than-87-percent-of-the-corona-patient-in-the-state-are-healthy/
সম্প্রতি দুই মস্কোতে দুবার বৈঠকে বসে পড়শী দুই দেশ। বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের বৈঠকের পরেও সীমা থেকে সেনা সরাতে রাজি হয়নি লাল ফৌজ।
বরং যত দিন যাচ্ছে সীমান্তের পিপলস লিবারেশন আর্মির দাপট ক্রমশ বেড়েই চলেছে। ভরা শীতেও সেনা রাখতে চায় দুপক্ষ। কিন্তু তার আগে আলোচনার মাধ্যমে তাপমাত্রা কমাতে সোমবার বৈঠকে বসেছে দুই দেশ।