দোষীর চরম শাস্তি হোক, চাইছে অসহায় দলিত পরিবার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সিংঘু বর্ডারে লক্ষবীর সিং নামে এক দলিতের নৃশংস দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ইতিমিধ্যেই ঘটনায় অভিযুক্ত সরবজিৎ সিং আত্মসমর্পণ করেছে। ঘটনার চরম সত্য যাতে সামনে আসে তার তদন্তের দাবী জানিয়েছে দলিত পরিবার।

অমৃতসর থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে চিমা কোলানের বাসিন্দা লক্ষবীরকে হাত পা কেটে সিংঘু বর্ডারের ব্যারিকেডে ঝুলিয়ে দেওয়া হয়। লক্ষবীরের সঙ্গে সংযুক্ত কিষাণ মোর্চার কোনও যোগ নেই বলে জানান কৃষক নেতারা। কিন্তু পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির মৃত্যুতে দিশাহারা গোটা পরিবার।

১২,১১ এবং ৮ বছরের মেয়েকে নিয়ে দিন কাটাচ্ছেন লক্ষবীরের স্ত্রী যশপ্রিত কৌর। কোনওরকমে কৃষিকাজ করে দিনযাপন করা পরিবারের কী হবে? কে সাহায্য করবে? প্রশ্ন লক্ষবীরের বোন রাজ কৌরের। লক্ষবীর কোনও ধর্মকে আঘাত করেনি৷ তাতেও কেন এই ঘটনা ঘটল প্রশ্ন পরিবারের সদস্যদের৷

শনিবার ঘটনায় অভিযুক্ত সরবজিৎ সিংকে আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার জন্য বিন্দুমাত্র সংকোচ বোধ করেনি সে। তাঁর অভিযোগ, পবিত্র গুরুগ্রন্থ সাহিবের অপমান করেছে সে। ইতিমধ্যেই তাঁকে ১৪ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত আরও চার জনের খোঁজ শুরু হয়েছে।

এবিষয়ে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অনীল বৈজ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস জানিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট