মাত্র ২৩ জন প্রত্যক্ষদর্শী! লখিমপুর খেরির ঘটনা নিয়ে ফের অসন্তুষ্ট আদালত
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) কৃষক হত্যা মামলার শুনানিতে ফের অসন্তোষ প্রকাশ করল আদালত। এদিন আদালতের তরফে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকারের কাছে প্রশ্ন করা হয়, শুধুমাত্র ২৩ জন প্রত্যক্ষদর্শী! আরও প্রত্যক্ষদর্শীদের জড়ো করে তাঁদের সুরক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
৩ রা অক্টোবর উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে ৮ জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে৷ ৪ কৃষক সহ এক সাংবাদিককে গাড়িতে পিষে মারা অভিযোগ উঠেছে। মূল অভিযুক্তের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর (Ajay Mishra) ছেলে আশীষ মিশ্র (Ashish Mishra) । ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার মামলার শুনানিতে অসন্তোষ প্রকাশ করেছে আদালত। বারবার প্রধান বিচারপতি এনভি রামানা ( Cief Justice NV Ramana) প্রশ্ন করেন, কেন মাত্র ২৩ জন প্রত্যক্ষদর্শী? যেখানে প্রায় হাজারো সংখ্যক মানুষ উপস্থিত ছিল। বিচারপতি সূর্যকান্ত (Justice Suryakant) জানিয়েছেন প্রায় ৪ থেকে ৫ হাজার জন উপস্থিত ছিল সেদিন।
নভেম্বরের প্রথম দিন থেকেই বসছে বিধানসভার অধিবেশন
এদিন উত্তরপ্রদেশ সরকারের তরফে আইনজীবী হরিশ সালভে (Harish Salve) জানিয়েছেন গোটা মামলায় মোট ৬৮ সাক্ষী রয়েছেন। মধ্যে ৩০ জনের বয়ান নেওয়া হয়েছে। যাদের মধ্যে ২৩ জন প্রত্যক্ষদর্শী। পাল্টা প্রধান বিচারপতি বলেন, আর কতজন প্রত্যক্ষদর্শী আছে? আপনার তদন্তকারী সংস্থাকে জিজ্ঞাসা করুন৷ যদি সাক্ষ্য বয়ান সংগ্রহে অসুবিধা হয়, সেক্ষত্রে নিকটবর্তী বিচারপতি উপযুক্ত ব্যবস্থা নেবেন।
আইনজীবী হরিশ সালভে আরও বলেন, উত্তরপ্রদেশের সরকারের তরফে সাক্ষ্যদের এগিয়ে আসার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেদিনের ওই গাড়ির চালক কে ছিলেন? তা বারবার জানতে চাওয়া হয়েছে। আদালতের তরফে সাক্ষ্যদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলা হয়েছে। এই ঘটনা মোটেই অসমাপ্ত নয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট৷