Lakhsmi Bhandar প্রকল্পের আওতায় আরও ২৩ লক্ষ,

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের আরও ২৩ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার ( Lakhsmi Bhandar ) প্রকল্পের আওতায় আসছেন। আগামী ৫ মে, তৃতীয় তৃণমূল সরকারের (TMC ) প্রথম বছর পূর্তি হওয়ার আগেই সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই প্রকল্পের অর্থ সাহায্য জমা করা হবে বলে অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে।

Lakhsmi Bhandar

প্রকল্পে নতুন উপভোক্তারা যুক্ত হওয়ায় প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার ( Lakhsmi Bhandar ) প্রকল্পে সরকারের অতিরিক্ত প্রায় ২৪০ কোটি টাকা খরচ হবে।প্রতি মাসে রাজ্যের খরচ বেড়ে হবে ১০৯০ কোটি টাকা।আগামী এক বছরে এই প্রকল্পে মোট ১৩ হাজার ৮০ কোটি টাকা ব্যয় হবে। এর ফলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপকৃত হবেন মোট ১ কোটি ৭৫ লক্ষ ১৯ হাজার ৫২২ জন।

Solar power : নয়াচরে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা

সূত্রের খবর, প্রয়োজনীয় নথি জমা না দেওয়ায় ৪৪ হাজার ৬৭৩টি নতুন আবেদন মঞ্জুর করা যায়নি। প্রথম বছরে ঠিক একই কারণে বাদ গিয়েছিল প্রায় ৮০ হাজার আর্জি। যদিও মুখ্যমন্ত্রী স্বয়ং বাড়ি বাড়ি অফিসার পাঠিয়ে সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছিলেন। এবারও তেমনই ভাবনাচিন্তা করছে নারী, শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তর।

সম্পর্কিত পোস্ট