Lakshmi Bhandar: ১ কোটি প্রাপকের লক্ষ্মী লাভ, অ্যাকাউন্টে পৌঁছল সেপ্টেম্বর এবং অক্টোবরের ভাতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এক কোটি ছাড়ালো রাজ্যের লক্ষীর ভান্ডার (Lakshmi Bhandar) প্রকল্পে প্রাপকের সংখ্যা। বৃহস্পতিবার এক কোটির বেশি মহিলা আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর (Sepetember) এবং অক্টোবর (October) মাসের ভাতা পৌঁছে দেওয়া হয়েছে।

নবান্ন (Nabanna) সূত্রে জানা গেছে এই নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত রাজ্য সরকারের খরচ হলো ১০৮২ কোটি টাকা। বাকি ৫৮ লক্ষ আবেদনকারীর মহিলার একাউন্টে অতি দ্রুত টাকা পৌঁছে দেওয়ার জন্য জেলাশাসকের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী।

নির্বাচনী আচরণ বিধির কারণে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং কোচবিহার জেলায় উপভোক্তাদের এখনও টাকা দেওয়া যায়নি। নির্বাচন না থাকলে বাকি মহিলাদের অ্যাকাউন্টেও টাকা পৌছে যেত। তবে সম্প্রতী মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, ভোটের পর নভেম্বর মাসে এই জেলাগুলির আবেদনকারীরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন।

শনিবার বারাবাঙ্কি থেকে ‘প্রতিজ্ঞা যাত্রা’ শুরু করবেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা

তখন তাঁরা সেপ্টেম্বর ও অক্টোবরের টাকাও একসঙ্গেই পেয়ে যাবেন। প্রসঙ্গত, এই প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার প্রথম পর্যায়ে ২ কোটি ৪৮ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। মোট বাজেট বরাদ্দ ১৭ হাজার কোটি টাকা।

এই প্রকল্প ঘোষণা করার সময়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়ে দিয়েছিলেন, পুজোর আগেই যেন বাড়ির মহিলাদের হাতে টাকা পৌছে যায়। সেই মতো এই উদ্যোগ নিয়েছে সমাজ কল্যাণ দপ্তর।

সম্পর্কিত পোস্ট