মহাজোটের গাড়ি ভায়া পাটনা টু ১০ জনপথ!

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিল্লির মসনদে কে বসবে তা নির্ধারণে বড় ভূমিকা রাখে পাটনা। জয়প্রকাশ নারায়ণন, বাবু জগজীবন রামরা বারবার সেই কথা প্রমাণ করে গিয়েছেন। পরে লালু প্রসাদ যাদব, নীতীশ কুমার, রামবিলাস পাসোয়ানরাও এক‌ই ভূমিকা পালন করেছেন। তবে পাসোয়ান আর নেই।

কিন্তু তাঁর দুই সাথী লালু ও নীতীশ ২৪ এর লোকসভা নিয়ে দু’বছর আগে থেকেই সক্রিয় হয়ে উঠেছেন। সম্ভবত বিজেপি বিরোধী মহাজোট গড়ার ভাবনা নিয়ে তাঁরা এগোচ্ছেন। যা ইউপির থেকেও বড় ছোট হবে। এই লক্ষ নিয়েই রবিবার সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে চলেছেন এই দুই ‘বিহার কা পুত্তর’।

লালু সেই ইউপিএ-১ সরকারের সময় থেকে কংগ্রেসের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীদের একজন। তাঁর সঙ্গে সোনিয়া গান্ধির বহু বৈঠক হয়েছে। তবে বর্তমানে সিঙ্গাপুরে কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য যাওয়ার আগে বিজেপি বিরোধী মহাজোট গঠনের কাজ সেরে ফেলতে চাইছেন যাদব কুলপতি।

উত্তরেও বাড়ছে বাম, ব্যারিকেডের মাথায় উঠে হুঙ্কার সেলিমের

তবে নীতীশ কুমারের বিষয়টা অন্যরকম। প্রায় ৫ বছর পর তিনি সোনিয়ার সঙ্গে দেখা করবেন। মাঝে বিজেপির শরিক থাকায় কংগ্রেস সভানেত্রীর সঙ্গে স্বভাবত‌ই তাঁর কোন‌ও বৈঠক হয়নি। তবে বর্তমানে বিহারে তাঁর সরকারের অন্যতম শরিক কংগ্রেস। সুষ্ঠভাবে সরকার চালানোর স্বার্থে এমনিতেই সোনিয়ার সঙ্গে দেখা করতেন। তার‌ই মাঝে এসে পড়েছে মহাজোট ইস্যু।

রাজনৈতিক মহলের মতে, নীতীশ-লালুরা বুঝতে পেরেছেন শুধু নিজের রাজ্যে ভালো ফল করে বিশেষ লাভ হবে না। ২৪ শেষ বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে না পারলে তাঁদের দল ভাঙিয়ে নেবে বিজেপি। তাছাড়া টানা তৃতীয়বার তারা ক্ষমতায় এলে দেশের সংবিধান বদলে দিতে পারে এমন আশঙ্কাও আছে। তাই মহাজোট নিয়ে লোকসভা ভোটের এতো আগে থেকেই তৎপরতা শুরু হয়েছে।

সম্পর্কিত পোস্ট