বিধায়কদের সঙ্গে যোগাযোগ রাখছেন লালু প্রসাদ, ভাইরাল অডিও ক্লিপ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাঁচি থেকেই এনডিএ বিধায়কদের ফোন করছেন লালুপ্রসাদ যাদব। স্পিকার নির্বাচনের সময় বিধায়কদের ভোট দান থেকে বিরত থাকারে পরামর্শ দিচ্ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অভিযোগ সত্যি হলে লালু প্রসাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ঝাড়খন্ডের কারা বিভাগের আইজি বীরেন্দ্র ভুষণ।

এই মুহুর্তে বিহারের সরকার পক্ষের শক্তিশালী দল বিজেপির অভিযোগ তুলেছেন ফোনে যোগাযোগ করে বিধায়কদের ভোট অংশগ্রহণে মানা করছেন লালু প্রসাদ যাদব। সেই অডিও ক্লিপ এখন ভাইরাল হয়েছে। যদিও এই অভিযোগ মেনে নেয়নি আরজেডি।

গোটা ঘটনার তদন্তের জন্য পুলিশ কমিশনার, ডেপুটি সুপার এবং বীরসা মুন্ডা জেলের সুপারিনটেন্ডেন্টকে নির্দেশ দিয়েছেন আইজি বীরেন্দ্র ভূষণ। তিনি জানিয়েছেন, বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালীন কোনও ব্যক্তি ফোন অথবা ল্যান্ডফোন ব্যবহার করতে পারবেন না। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুনঃ একাধিক পন্থায় দিল্লি বর্ডারে কৃষক আন্দোলনকে প্রতিহতের চেষ্টা

এর আগে টুইটারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে একই অভিযোগ তোলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি। নিজের টুইটারে একটি নম্বর দিয়ে তিনি বলেন, এই নম্বর থেকেই বিভিন্ন বিধায়কদের সঙ্গে যোগাযোগ রাখছেন লালু প্রসাদ যাদব। আরজেডির পক্ষে ভোট দিলে বড়সড় মন্ত্রকের টোপ দেন দেওয়ার অভিযোগ লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে তুলেছেন তিনি।

শুরু থেকেই লালু প্রসাদ যাদবের কঠোর সমালোচক হিসেবে পরিচিত বিজেপির বর্ষীয়ান নেতা সুশীল মোদি। একাধিকবার বিভিন্ন ইস্যুতে লালু যাদবকে বাক্যবাণে বিদ্ধ করতে বিন্দুমাত্র পিছপা হননি তিনি।

বর্তমানে পশুখাদ্য কেলেঙ্কারি মামলা এখনও লালু প্রসাদের মাথার ওপর ঝুলে রয়েছে। অসুস্থতার কারণে রিমের ডিরেক্টরের বাংলোয় ছিলেন তিনি। সমস্ত মামলায় জামিন পাওয়ার পর সর্বশেষ মামলায় জামিন পান কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন আরজেডি নেতারা। অন্যদিকে, একবার জেল থেকে বার হলেই সরকার রক্ষা করতে গিয়ে হিমশিম খেতে হতে পারে এনডিএকে। কারণ, জেল থেকে বসেই যিনি মহাজোটের ছক কষতে পারেন, তাঁর কাছে সরকার বদল করা খুব একটা ফ্যাক্টর নয়।

সম্পর্কিত পোস্ট