প্রাকৃতিক দুর্যোগ আর নদী সংস্কারের ফলে ধ্বসে পড়ছে মাটি, বারাসাতে বিপদসীমায় ৭০০ টি বাড়ি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রোমের পম্পেই নগরীর বিশাল জনপদের মতই ধ্বংসস্তুপে পরিণত হওয়ার আশঙ্কা বারাসাতের সুবর্ণপত্তনম এলাকার। সঠিকভাবে নদী সংস্কারের অভাবে ও প্রাকৃতিক দুর্যোগের ফলে ভেতরে ভেতরে ধ্বস ও ক্ষয় চলছিল। নদীর সংস্কারকালীন খাল গভীর ভাবে কাটায় ধ্বস প্রকট হয়ে উঠেছে বারাসাতের জনবহুল এলাকা সুবর্ণপত্তনমে।
অবশেষে একটি বাড়ি ধ্বংসস্তুপে পরিণত হওয়ায় তা ভেঙ্গে ফেলতে হল মঙ্গলবার। আরো ৩৫ টি বাড়ির যেকোনো সময়ে ভেঙ্গে পড়ার আশংকা রয়েছে। অশনি সংকেত দেখা দেওয়ায় বারাসাতের সুবর্ণপত্তনম এলাকার সাতশো পরিবার গৃহহীন হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন।
প্রাকৃতিক দুর্যোগ তো দুর্বল করেই ছিল। এরপর সেচের সংস্কার শুরু হতেই রাস্তা বসে গিয়ে হয়েছে বিপত্তি। একটি বাড়ি ভেঙ্গে ধ্বসে গেছে। সাতটি বাড়ি ঝুলছে এমনভাবে, যেকোনো সময়ে ভেঙ্গে পড়তে পারে। আরো আঠাশটি বাড়ির অবস্থা অত্যন্ত বিপজ্জনক। বিপদসীমার মধ্যে রয়েছে ৭০০ বাড়ি। শুধু তাই নয়। এখানে থাকা একটি মহাশ্মশানও নদীর খালে তলিয়ে যেতে পারে।
কসবার পর নিউব্যারাকপুর, CID থেকে IC সেজে কয়েকলক্ষ টাকা প্রতারণার অভিযোগ
সেচদপ্তর ও প্রশাসনিক স্তরে অবিলম্বে ব্যবস্থা না নিলে খালের গর্ভে বিলীন হয়ে যেতে পারে একটি গোটা জনপদ। এলাকাবাসীর অভিযোগ, কতটা গভীর করে খাল কাটা উচিত না বুঝেই আগাম বিপদ ডেকে আনা হয়েছে। সেচদপ্তর ও প্রশাসনের উচিত ছিল বুঝে শুনে খাল কাটা। এখন অবিলম্বে সুটি নদীর খাল বাঁধানোর আর্জি তাঁদের।
বারাসাত পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তাপস দাসগুপ্ত অবশ্য অকপটে জানিয়েছেন আমফান আর ইয়াসে বাড়ি দুর্বল হয়ে গেলেও বিপত্তি ঘটিয়েছে গভীর খনন। তিনি জানিয়েছেন সুটি নদীর খাল না বাঁধিয়ে নিলে ৭০০ বাড়ি ধ্বংস হয়ে যাবে।পাশাপাশি কাজীপাড়া শ্মশান তলিয়ে যাবে খালের গর্ভে।
এলাকার জনপ্রতিনিধি হিসেবে তাঁর বক্তব্য বারাসাত পুরসভা ইতিমধ্যেই ৩৬ টির মধ্যে ৮ টি বাড়ির মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিকের মাধ্যমে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে বিষয়টি জানানো হয়েছে।