কেরলে টানা বর্ষণে ভুমিধস, মৃত ৮

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একটানা বৃষ্টিতে ভুমিধস কেরলের ইদুক্কি এবং কোটায়ামে। ঘটনায় এখনও অবধি ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ অনেকেই। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালু করেছে বিপর্যয় মোকাবিলা দল। ভারী বর্ষণের কারণে সবরীমালা মন্দির যাত্রাও বন্ধ রাখা হয়েছে।

শনিবার থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে কেরলে। বেশ কিছু জায়গায় বৃষ্টি কমলেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

বন্যায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের কাজ চালু রয়েছে। একইসঙ্গে কোভিডের কথা মাথায় রেখে ক্যাম্পগুলিতে মাস্ক, স্যানিটাইজার, পানীয় জল এবং ওষুধের ব্যবস্থা করা হয়েছে।

১৮ তারিখ থেকে কলেজ খোলার সিদ্ধান্ত ছিল সে রাজ্যের সরকারের। কিন্তু বিপর্যয়ের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। আলাদা করে স্বাস্থ্য নিয়ে বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী ভীনা জর্জ। কেরলের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন রাহুল গান্ধী।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের কারণে এই প্রবল বৃষ্টি। প্রবল বৃষ্টির কারণে বেড়ে গিয়েছে একাধিক নদীর জলস্তর। খুলে দেওয়া হয়েছে নদী বাঁধগুলি। ইদুক্কি এবং কোটায়ামে ভূমিধসের জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া বহু পরিবার। রাজ্যসরকারের অনুরোধে উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনা।

সম্পর্কিত পোস্ট