শেষ মুহুর্তের তুলির টান, সেজে উঠছে তমলুকের আস্তাড়া গ্রামের প্রতিমা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।

ইতিমধ্যেই প্রতিমার তুলির টান শেষ পর্যায়ে। যেটুকু কাজ বাকি রয়েছে তা জোরকদমে চলছে। প্রতিমা সজ্জার কাজ দিনরাত এক করে সমান তালে চালিয়ে যাচ্ছেন শিল্পীরা।

বিশেষ করে মহিলারা প্রতিমা সাজানোর কাজে এবার বেশী করে যুক্ত হয়েছেন। কোভিড মহামারীর কারণে এবারের পুজো হবে কি হবে না প্রথমের দিকে প্রত্যেকেই ধন্দের মধ্যে ছিলেন।

পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার পুজো করার ছাড়পত্র দেয়। তবে বেশকিছু গাইডলাইন মেনে পুজো করতে হবে উদ্যোক্তাদের।

এরফলে তমলুকের আস্তাড়া গ্রামের প্রতিমা শিল্পীদের মুখে কিছুটা হলেও স্বস্তির হাসি ফুটে ওঠে। প্রত্যেক ক্লাবকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/transgender-people-wants-room-write-a-letter-to-administrative/

তার ফলে পুজো সংগঠনগুলির উৎসাহ অনেকটাই বেড়ে যায়। প্রথম দিকে প্রতিমাশিল্পীরা যেটুকু অর্ডার পেয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে অর্ডার আরো বাড়তে থাকে।

কিন্তু হাতে যে সময় কম। তাই যেটুকু অর্ডার পেয়েছেন সেটাই এখন শেষ পর্যায়ের কাজ জোরকদমে চলছে।

সম্পর্কিত পোস্ট