কোভিড বিধি মেনেই দর্শকশূন্য রেড রোডে চলছে স্বাধীনতা দিবস পালনের শেষ মুহুর্তের প্রস্তুতি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রতিবছরের মতো এবছরও কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ এর আয়োজন করা হয়েছে। করোনা আবহে সীমিত সংখ্যক বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে দর্শকশূন্য ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীর অভিবাদন গ্রহণ করবেন। কঠোর ভাবে করোনা বিধি মেনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কোভিড বিধি অক্ষরে অক্ষরে পালন করে অনাড়ম্বরভাবেই দেশের ৭৫-তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। অতিমারীর আবহে গত বছরেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন ছিল সাদামাটা। এবারও দর্শকহীন রেড রোডে মাত্র শ খানেক অতিথির উপস্থিতিতে মিনিট ৪০এর মধ্যে অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।

যদিও স্বাধীনতার ৭৫ বছর পূর্তির বিশেষ গুরুত্বের কথা মাথায় রেখে শোভাযাত্রায় ট্যাবলোর সংখ্যা কিছু বাড়ছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু, জল স্বপ্ন, খেলা দিবস- এর মতো নতুন প্রকল্পগুলি মিলিয়ে তৈরি হচ্ছে‌ ৯ থেকে ১০টি ট্যাবলো।

Breaking তালিবানদের হয়ে লড়তে বেশকিছু বাংলাদেশি উগ্র যুবক পলাতক: ঢাকা পুলিশ

এছাড়া‌ তথ্য সংস্কৃতি দপ্তর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ‘একতাই সম্প্রীতি’–র ওপর ট্যাবলো বানানো হচ্ছে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে সেফ ড্রাইভ সেভ লাইফের ওপরে থাকছে বিশেষ ট্যাবলো। এবারেও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে না।

গান শোনাবে লোকপ্রসার শিল্পের বাউলের দল। পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরে পুলিশ মেডেল প্রদান করবেন তিনি।কলকাতা ও রাজ্যপুলিশের সুসজ্জিত টুকরি অংশ নেবে মার্চপাস্টে।

এই অনুষ্ঠান উপলক্ষে রেড রোড চত্বরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। গোটা রেড রোডে নজরদারির জন্য ৫০০টি সিসিটিভি ক্যামেরা থাকছে। নিরাপত্তা নিশ্চিদ্র করতে তিনটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট