করোনা কাড়ল প্রাণ, প্রয়াত গোসাবার তৃণমূল কংগ্রেস বিধায়ক জয়ন্ত নস্কর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন গোসাবার তিনবাররে তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। শনিবার রাত আটটা কুড়ি মিনিট নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৫ বছর।

২০১১ সাল থেকে তিনি তৃণমূলের হয়ে লড়াই করছেন । ২০১১ সালে তৃণমূলের হয়ে ৩০ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছিলেন তিনি। এলাকায় জনপ্রতিনিধি হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা ছিল তার।

ভোটের ফলাফল প্রকাশের পর করোনায় আক্রান্ত হয়ে পড়েন তিনি। ভোটযুদ্ধের বিপক্ষ প্রতিনিধিকে পর্যুদস্ত করতে পারলেও বাস্তবে করোনাকে হারিয়ে জয়ী হতে পারলেন না। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ন্ত নস্করের মৃত্যুর ফলে গোসাবায়  উপনির্বাচন হবে। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।

নিশীথকে পাশে নিয়ে উত্তরবঙ্গ পৃথক রাজ্যের দাবিতে সরব জন বারলা, উল্টো সুর দিলীপ ঘোষের কন্ঠে

তৃণমূল কংগ্রেসের বিধায়ক জয়ন্ত নস্কর, তিনি জীবদ্দশাতেই নিজের মূর্তি স্থাপন করেছিলেন। যা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে সমালোচনা কম হয়নি। নির্বাচনের ফলাফল বেরোনোর পরে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এছাড়াও বার্ধক্যজনিত অনেক সমস্যা ছিল তাঁর। গত একমাস ধরে করোনার সঙ্গে লড়াই করার পর শুক্রবার তার রিপোর্ট নেগেটিভ আসে বলে হাসপাতাল এবং পরিবার সূত্রে খবর।

সম্পর্কিত পোস্ট