প্রয়াত সাহিত্যিক দেবেশ রায়, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রয়াত বিশিষ্ট লেখক কথা সাহিত্যিক দেবেশ রায়। বুধবার রাতে শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন বাগুইআটির একটি বেসরকারি নার্সিংহোমে। এইচডিইউ তে রেখে চিকিৎসা চলছিল। কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর থেকে হঠাত করেই অবস্থার অবনতি হতে শুরু হয়। বৃহস্পতিবার রাত দশটা পঞ্চাশ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। সাহিত্যিকের প্রয়াণে শোকের ছায়া।

সাহিত্যিকের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

আগামী অগাষ্টেই ‘‌এক দেশ, এক রেশন কার্ড’‌ ঘোষণা অর্থমন্ত্রীর

পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২

স্মারক সংখ্যাঃ ৮৪/আইসিএ/এনবি
তারিখঃ ১৫/০৫/২০২০

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

বিশিষ্ট সাহিত্যিক দেবেশ রায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।

তিনি গতরাতে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৩ বছর।
বাংলা সাহিত্যে একজন ছকভাঙা আধুনিক ঔপন্যাসিক হিসাবে পরিচিত দেবেশ রায় ‘তিস্তাপারের বৃত্তান্ত’ উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হন। তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাসঃ যযাতি, বরিশালের যোগেন মণ্ডল, মানুষ খুন করে কেন, সময় অসময়ের বৃত্তান্ত, লগন গান্ধার ইত্যাদি। ‘বরিশালের যোগেন মন্ডল’ উপন্যাসে তিনি দলিত নেতা যোগেন্দ্রনাথের জীবন মহাকাব্যিক চেহারায় তুলে ধরেছিলেন। পাশাপাশি দেবেশ রায় দীর্ঘদিন ‘পরিচয়’ পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে সাহিত্য জগতে বিপুল শূন্যতার সৃষ্টি হল।

আমি দেবেশ রায়ের
পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

মমতা বন্দ্যোপাধ্যায়

সম্পর্কিত পোস্ট