প্রয়াত প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি দেবব্রত বসু

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি দেবব্রত বসু প্রয়াত।বয়স হয়েছিল আটাত্তর বছর। রাজনীতির জগৎ থেকে শুরু করে সাংবাদিক মহল সব জায়গাতেই যিনি বেনু দা নামেই সমাধিক পরিচিত।রাজনৈতিক ব্যক্তি হিসাবে শুধু দলের অন্দরে নয়, বিরোধী শিবিরেরও কাছের মানুষ ছিলেন দেবব্রত বসু। নিজের বুদ্ধিমত্তা, প্রখর রাজনৈতিক বোধ নিয়ে সমীহ আদায় করে নিয়েছিলেন সকলের।তবে কাজ করতেন নীরবে।

প্রচারের আলো সযত্নে এড়িয়ে চলতে।তেমনি চলেও গেলেন নীরবে। বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। পিত্তথলিতে সংক্রমণ নিয়ে কিছুদিন আগে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হন। সেখানে রবিবার তার জীবন অবসান হয়।

শিশু মৃত্যুর হার কমাতে এবং বিকলাঙ্গ শিশুর দ্রুত চিকিৎসার ব্যবস্থায় চালুু নতুন পোর্টাল

অধীরবাবু তাঁর শোক বার্তায় লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি, আমাদের সবার প্রিয় দেবব্রত বসু (বেনুদা)-র প্রয়াণে আমি শোকস্তব্ধ। পরম করুণাময়ের কাছে আমি তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। আমৃত্যু কংগ্রেসের জন্য নিবেদিত প্রাণ বেনুদা আমাদের সকলের কাছেই দৃষ্টান্ত হয়ে থাকবেন। প্রয়াত দেবব্রত বসুর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা।’

কংগ্রেস শিবিরে দেবব্রত নামটা নিচুতলার অনেক কর্মীর কাছেই তেমন পরিচিত নয়। কিন্তু বেনুদা বললে মৌলালির অদূরে বিধান ভবনের প্রতিটা মানুষ তাঁকে একডাকে চেনে। আজ তাঁর মৃত্যুতে যে একটি যুগের অবসান হলো, তা বলাই বাহুল্য।

সম্পর্কিত পোস্ট