প্রয়াত সাহিত্যিক ও সাংবাদিক নিমাই ভট্টাচার্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রয়াত সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। বেশ কয়েকবছর ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার টালিগঞ্জে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

সাংবাদিকতা দিয়েই জীবন শুরু করেন নিমাই ভট্টাচার্য। বহু দিকপাল মানুষের সান্নিধ্যে আসেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি শুরু করেন  সাহিত্যচর্চা। অল্পদিনেই তিনি সাহিত্যিক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন।

তাঁর  লেখা কালজয়ী উপন্যাস ‘মেমসাহেব’। এই উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয় চলচ্চিত্র। এছাড়াও তাঁর সৃষ্ট অন্যান্য  উপন্যাসগুলির মধ্যে রয়েছে পিয়াসা, ম্যারেজ রেজিস্ট্রার, ডিপ্লোম্যাট, অষ্টাদশী, নাচনী, ইমনকল্যাণ, ব্যাচেলর প্রভৃতি।

বাস ভাড়া বৃদ্ধির দাবিতে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেবেন মালিকরা

এদিন তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লিখেছেন, বিশিষ্ট সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর মৃত্যুতে সাহিত্য জগতে বিশাল শূন্যতার সৃষ্টি হল। রাজ্য সরকার তাঁকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেছে। তাঁর সঙ্গে আমার আলাপ দীর্ঘদিনের। তাঁর এই চলে যাওয়ায় আমি ব্যক্তিগত বেদনা অনুভব করছি। ওনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকার ফলে খুব খারাপ লাগছে। আমি নিমাই ভট্টাচার্যের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

সম্পর্কিত পোস্ট