এআইসিসি সদস্যদের সঙ্গে বৈঠক করতে সংসদ ভবনে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাঞ্জাবের ঘরোয়া যুদ্ধের আঁচ পৌছালো রাজধানীতে। এবার তিন এআইসিসি সদস্যদের সঙ্গে বৈঠক করতে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং গেলেন সংসদ ভবনে৷ রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকাজুন খাড়গের রাজ্যসভার অফিসেই হচ্ছে বৈঠক।

বৈঠকে জানানো হয়েছে, নির্বাচনের আগে বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। নির্বাচনের আগে ঘরোয়া দ্বন্দ্ব বিরোধীদের জায়গা করে দেবে৷ বেশ কিছুদিন ধরেই পাঞ্জাবের অন্দরে নভজ্যোৎ সিং সিধু বনাম মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের দ্বন্দ্ব লেগেই রয়েছে।

সোমবার পাঞ্জাবের অন্তঃকলহ নিয়ে বৈঠকে বসেন রাহুল গান্ধী। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে বৈঠক করেন তিঞ্জ। মঙ্গলবার দলের সর্বভারতীয় সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর।

সারদার টাকা ফেরাতে এক সদস্যের কমিটি গঠন হাইকোর্টের

এই মুহুর্তে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ওপর বেজায় ক্ষুব্ধ নভজ্যোৎ সিং সিধু। কারণ, গুরুগ্রন্থ সাহিব অপবিত্র করার অভিযোগ উঠেছিল বিজেপি এবং আকালি দলের বিরুদ্ধে।

কিন্তু সেবিষয়ে মুখ্যমন্ত্রী কোনও পদক্ষেপ নিচ্ছেন না৷ অমরিন্দর সিং এবং সুখবীর বাদলের পরিবার সরকারী ব্যবস্থাকে কাজে লাগিয়ে মুনাফা লুটছে বলে অভিযোগ তোলেন প্রাক্তন ক্রিকেটার।

সম্পর্কিত পোস্ট