নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন সদ্য তৃণমূলে আসা লিয়েন্ডার পেজ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ‘আমি নির্বাচনে (Election) প্রার্থী হতে চাই। পুরোটাই নির্ভর করছে মমতাদির ওপর।’ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন সদ্য তৃণমূলে যোগদানকারী টেনিস তারিকা লিয়েন্ডার পেজ (Leander Pase)।
গত সপ্তাহে দু’দিনের গোয়া সফরে উপস্থিত হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই তৃণমূলের (TMC) পতাকা হাতে তুলে নেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। গোয়া নির্বাচনের আগে তৃণমূলের এই চমক রাজনৈতিক মহলে কার্যত সাড়া ফেলে দেয়। এরপর গোয়ায় (Goa) একাধিক কর্মসূচিতে মমতার পাশে দেখা যায় লিয়েন্ডারকে৷
কোভিড নিয়ন্ত্রনে থাকলে ১৯ ডিসেম্বর প্রথম দফায় পুরভোটের সম্ভবনা
এদিন নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার অনেক দিনের পুরানো সম্পর্ক। আমার মা বাঙালি৷ যখন মুখ্যমন্ত্রী কোনও বার্তা পাঠাতেন আমার মা আমায় সেটা জানাতেন৷ আপাতত তৃণমূল স্তরেই কাজ করতে চান।
উল্লেখ্য, আর মাস কয়েক পরেই রয়েছে গোয়া বিধানসভার নির্বাচন। পশ্চিম ভারতের বিজেপি শাসিত রাজ্যে লড়াইয়ে নেমেছে তৃণমূল। তারই প্রচারে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস নয়, বরং বিজেপিকে রুখতে পারে তৃণমূলই। এই মন্ত্রে প্রচার করেন তৃণমূল সুপ্রিমো।
মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন নাফিসা আলি সহ একাধিক ব্যক্তিত্ব। শোনা যাচ্ছে, আগামী দিনে বিজয় সারদেশাইয়ের গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে জোট হতে চলেছে তৃণমূলের।