লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষ, কমপক্ষে মৃত ২০ ভারতীয় সেনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষে কমপক্ষে মৃত ২০ ভারতীয় সেনা। চিনের দিকে আহত ৪৩। এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা এএনআই।

সোমবার রাতের সংঘর্ষে ৩ জন নয়, বরং ২০ ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে ঘটনায় চিনের ৪৩ সেনার হতাহতের খবর নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

সংবাদ সংস্থা এএনআই সুত্রের খবর সোমবার রাতের সংঘর্ষে ১৭ জন আরও আহত হন। কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চতা এবং মাইনাস ডিগ্রি টেম্পারেচার থাকার কারণে মারা যান তারা।

যদিও মঙ্গলবার সন্ধার পর ঘটনাস্থল থেকে দুপক্ষের সেনা জওয়ানরা পিছু হটেছে বলে জানা গিয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে পুর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ১ জন কর্নেল সহ ৩ সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অন্যদিকে চিনের ৫ জন সেনার মৃত্যু খবর ছড়িয়ে পড়ে।

ভারতীয় ভূখন্ডের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বজায় রাখতে বদ্ধপরিকর ভারতীয় সেনা। এমনটাই বার্তা দেয় ভারতীয় সেনা।

যদিও নতুন করে সেনা মৃত্যুর ঘটনায় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে কোনও বিবৃতি মেলেনি। সোমবার রাতে ভারত চিন দুপক্ষের সংঘর্ষের কথা প্রকাশ্যে আনে প্রতিরক্ষা মন্ত্রক।

সেখানের বিবৃতিতে ভারত জানায়, দুপক্ষের সংঘর্ষে ভারত এবং চিন উভয় পক্ষের সেনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু ক্ষতির পরিমাণ জানানো হয়নি।

এদিন ভারত চিন সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তিন পক্ষের সেনা প্রধান এবং সেনাপ্রধান বিপিন রাওয়াতের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এর আগে লাদাখের প্যাংগং লেকের কাছে ভারত এবং চিন সেনার বচসার ভিডিও সামনে উঠে আসে। যা কিন্তু দুই দেশের জন্য বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সেখান থেকেই ঘটনার সুত্রপাত।

গাড়ওয়াল উপত্যকায় ডিএসক্যালেশান চলাকালীন এই হামলা চালানো হয়েছে। যদিও দুপক্ষের শীর্ষ আধিকারিকদের বৈঠকের পরেও এই সমস্যার সমাধান হয়নি বলে জানা যাচ্ছে।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, গত দুদিনের সংঘর্ষে দুপক্ষের সেনা জওয়ানদের হতাহতের খবর সামনে এসেছে।

https://twitter.com/salman_bjp/status/1272936471008358401?s=09

সংঘর্ষের কারণ হিসাবে বলা হচ্ছে ১৫ নং পেট্রোলিং পয়েন্টে নিজেদের তাবু খাটায় চিন সেনা। পাল্টা সেখান থেকে কিছুদুরে আসন বসায় ভারতীয় সেনা। সেখান থেকেই শুরু হয় ঠান্ডা লড়াই। দুপক্ষের বৈঠকের পরেও বরফ গলেনি।

সোমবার রাতে ১৪ নং পেট্রোলিং পয়েন্টে চিনের তাবু সরাতে যায় ভারতীয় সেনা। তখনই ভারতীয় সেনার ওপর হামলা চালায় চিন। পাল্টা আক্রমণ চালায় ভারত।

আহত হন ২০ জন। যদিও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সরকারী সুত্রের খবর।

সম্পর্কিত পোস্ট