কংগ্রেস ছাড়লেও বিজেপিতে ‘না’ অমরিন্দর সিংয়ের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সমস্ত পর্বের অবসান হয়েছে। এবার কংগ্রেসের সঙ্গে সম্পর্কের অবসান ঘটাতে চান পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ কিন্তু বিজেপিতে যেতে রাজি নন তিনি। তবে কী পাঞ্জাবের রাজনীতিতে নতুন কোনও রাজনৈতিক দলের উত্থান?
বুধবার দিল্লিতে উপস্থিত হয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন তিনি। কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে।
তারপরেই তিনি বলেন, কংগ্রেসের সঙ্গে আর সম্পর্কের অগ্রগতি চাইছেন না। তবে বিজেপিতে যাচ্ছেন না বলে একপ্রকার নিশ্চিত করেছেন ক্যাপ্টেন সিং৷
প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধুকে নিয়ে ক্যাপ্টেন সিংয়ের মন্তব্য, তাঁর মধ্যে এখনও বাচ্ছামো রয়েছে। যাকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, আমি ৫২ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। আমার নিজস্ব স্বত্তা মেনে চলি। সকাল সাড়ে ১০ টায় আমাকে বলা হল ইস্তফা দেওয়ার জন্য। আমি বিকেল ৪ টে সময় গিয়ে দিয়ে আসি। আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তার জন্যই আর কংগ্রেসে ফিরতে চাই না।
তবে কী কংগ্রেস ছেড়ে পাঞ্জাবের রাজনীতিতে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের হাত ধরে নতুন কোনও রাজনৈতিক দলের উত্থান হতে চলেছে? তা ঘিরে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।