১৯৩ টি সমঝোতা নিশ্চিত বাম-কংগ্রেসের, তৃতীয় শক্তি হিসাবে মহাজোট ইঙ্গিতপূর্ণ -মন্তব্য অধীরের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের জোট নিয়ে চর্চা অব্যাহত ছিল রাজনৈতিক মহলে। ২৫জানুয়ারি সোমবার বাম কংগ্রেসের বৈঠকে ৭৭ টি আসন রফা নিশ্চিত হয়ে যায়। সেদিনের বৈঠকে স্থির হয়েছিল ৭৭টি আসনের মধ্যে ৪৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। ৩৩টি আসনে প্রার্থী দেবে বামেরা।

আজ ২৮ জানুয়ারি বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানান ২৯৪ টি আসনের মধ্যে ১৯৩ টি আসনে সমঝোতা নিশ্চিত হয়ে গিয়েছে। এদিন মোট ১১৬ টি আসন নিয়ে আলোচনা হয়েছে। যার মধ্যে ৬৮ টি আসনে লড়াই করবে বামেরা এবং ৪৮ টি আসনে লড়াই করবে কংগ্রেস।

মোট মিলিয়ে এখনও অবধি আসন রফা অনুযায়ী ১০১ টি আসনে লড়াই করবে বামেরা এবং ৯২ টি আসনে লড়াই করবে কংগ্রেস।

এদিনের বৈঠক আপাতভাবে শান্তিপূর্ণ ছিল বলেই জানা গিয়েছে বাম কংগ্রেসের অন্দরমহল সূত্রে। বৈঠকের পর সাংবাদিক মুখোমুখি হয়ে জোটের ভবিষ্যৎ নিয়ে অধীর রঞ্জন চৌধুরী জানান, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করে অপশাসনের হাত থেকে বাংলাকে মুক্ত করাই একমাত্র তাদের লক্ষ্য। সেই লক্ষ্যে বাম-কংগ্রেসের জোট অন্যতম সফল উদ্যোগ।

অধীর চৌধুরীর কথায়, আমরা একে অপরের সঙ্গে শান্তিপূর্ণ বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আগামী দিনে ইতিবাচক মতামত প্রকাশ করতে সক্ষম হবো।

ট্র্যাক্টর প্যারেডে অশান্তি ছড়ানোয় অভিনেতা দীপ সিন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের

তিনি আশাবাদী এ বাংলার মানুষের কাছে তৃতীয় শক্তি হিসেবে বাম কংগ্রেস জোট অথবা কংগ্রেস বাম জোট নতুন করে বিশ্বাস এবং ভরসা অর্জন করতে সক্ষম হবে।

এআইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বাম কংগ্রেসের চূড়ান্ত আসন বণ্টনের সিদ্ধান্ত ৩১ জানুয়ারীর মধ্যে নিয়ে নিতে হবে।

বামেদের তরফে জানানো হয়েছে, আসন বন্টন নিয়ে যে দীর্ঘ টানাপোড়েন চলছে তা সমাপ্ত করতেই বিগত দুটি বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেসের ফলাফলের তথ্য হাতে নিয়েই এদিনের বৈঠক শুরু হয়েছে।

সূত্রের খবর যে ১০১ টি আসনের রফা বাকি রইল তা আরও দুই দফা বৈঠকের মাধ্যমে সমঝোতায় আসার সিদ্ধান্ত নিয়েছে বাম কংগ্রেস।

এর আগের বৈঠকে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য জানিয়ে দিয়েছিলেন, গত বিধানসভা নির্বাচনে যে আসন গুলিতে যারা জয়লাভ করেছে সেইসমস্ত আসন গুলিতে তাঁরাই প্রার্থী দেবেন। অর্থাৎ গত বিধানসভায় ৭৭ টি আসনের রফাসুত্র পরিষ্কার। বাকি আসনগুলি মূল্যায়ন করেই স্থির করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

সম্পর্কিত পোস্ট