কোচবিহারের ৬ টি জেলায় আসন বন্টন চূড়ান্ত বাম-কংগ্রেোসের

পৌরসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও কোচবিহার জেলার ৬টি পৌরসভায় আসন রফা প্রায় চূড়ান্ত। এদিন যৌথ কনভেনশনের মধ্য দিয়ে সার্বিক ঐক্যের বার্তা দিল বাম ও কংগ্রেস।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  পৌরসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও কোচবিহার জেলার ৬টি পৌরসভায় আসন রফা প্রায় চূড়ান্ত। এদিন যৌথ কনভেনশনের মধ্য দিয়ে সার্বিক ঐক্যের বার্তা দিল বাম ও কংগ্রেস।

বৃহস্পতিবার কোচবিহার সুকান্ত মঞ্চে কনভেনশন করে বামফ্রন্ট ও কংগ্রেস যৌথ মঞ্চ। এদিন এই কনভেনশনে বক্তব্য রাখেন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়, ফরওয়ার্ড ব্লক নেতা অক্ষয় ঠাকুর, সিপিআই নেতা পার্থপ্রতিম সরকার, কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মা প্রমূখ।

এই কনভেনশনে সভাপতিত্ব করেন তারিণী রায়। এই কনভেনশনের পর এদিন বামফ্রন্ট ও কংগ্রেস যৌথ মঞ্চের এক বিশাল মিছিল কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।

আরো পড়ুনঃ রাজ্যপালের উত্তর না আসায় আমন্ত্রন পত্রে রাখা হয়নি নাম,দাবি বিশ্ববিদ্যালয়ের

জনবিরোধী কেন্দ্রীয় বাজেট, দিশাহীন রাজ্য বাজেট এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয় এদিন এই মিছিল থেকে।

কোচবিহার শহর সহ জেলার তুফানগঞ্জ, মাথাভাঙ্গা, দিনহাটা, মেখলিগঞ্জ, হলদিবাড়ি সবকটি পৌরসভা নির্বাচনের আসন বন্টন প্রায় চূড়ান্ত করা হয়ে গেছে বলে এদিন জানান অনন্ত রায়।

কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায় এদিন বলেন, ২০ আসন বিশিষ্ট কোচবিহার পৌরসভায় ৭টি আসনে লড়বে সিপিআইএম। ফরওয়ার্ড ব্লক লড়বে ৬টি আসনে। কংগ্রেস লড়বে ৫টি আসনে। সিপিআই এবং আরএসপি একটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

১৬ আসন বিশিষ্ট দিনহাটা পৌরসভায় ৩টি আসন ছাড়া হয়েছে কংগ্রেসকে। মেখলিগঞ্জ পৌরসভার মোট আসন ৯। এখানে সিপিআইএম ৩, ফরওয়ার্ড ব্লক ৩ এবং কংগ্রেস ৩টি আসনে

প্রতিদ্বন্দ্বিতা করবে। তুফানগঞ্জ মাথাভাঙ্গা এবং হলদিবাড়ি পৌরসভাতেও সার্বিক ঐক্য হয়েছে তা পরবর্তীতে জানানো হবে বলে এদিন জানান তিনি।

আরও পড়ুনঃ মার্চেই নোটিফিকেশন, এপ্রিলের পুরভোট গড়াবে জুন অবধি

এই সার্বিক ঐক্য প্রসঙ্গে কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরী এদিন বলেন, কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে তৃণমূল সরকার জনগণের সরকার নয়। দলীয় সরকার, সাম্প্রদায়িকতার সরকার, সন্ত্রাসের সরকার এবং মানুষের গণতান্ত্রিক অধিকার খর্বকারী সরকার। তিনি আরও বলেন, তৃণমূল পরিচালিত পৌরসভাগুলি জনস্বার্থ বিরোধী কাজ করে চলেছে প্রতিনিয়ত। জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। শান্তিপূর্ণ জেলাকে অশান্ত করছে তৃণমূল।

তাই দীর্ঘদিনের ভেদাভেদ ভুলে জনগণের স্বার্থেই এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইতে নেমেছে বামফ্রন্ট এবং কংগ্রেস বলে এদিন জানান তিনি।

সম্পর্কিত পোস্ট