২১ দিন ধরে লাগাতার উর্ধমুখী পেট্রোল ডিজেলের দাম, প্রতিবাদে পথে নামল বাম-কংগ্রেস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টানা ২১ দিন ধরে ডিজেল ও পেট্রোপন্যের লাগাতার মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং অবিলম্বে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে করা এবং অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিবাদ জানিয়ে সোমবার কোচবিহার শহরের বিশাল মিছিল করলো বাম ও কংগ্রেস জোট।
এদিন এই মিছিল শুরু হয় সিপিআই(এম) কোচবিহার জেলা সদর দপ্তর থেকে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমার পর মিছিল সমবেত হয় কোচবিহার জেলা শাসকের দপ্তরে।
এখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সভা এবং জেলাশাসকের মাধ্যমে ভারতবর্ষের রাষ্ট্রপতিকে ডেপুটেশন দেওয়া হয় বাম ও কংগ্রেস জোটের পক্ষ থেকে। তবে জেলা শাসক এই ডেপুটেশন গ্রহণ করবেন বলে কথা দিলেও এদিন কার্যত নিজের দপ্তর ছেড়ে পালিয়ে যান তিনি বলে অভিযোগ করেন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়।
ভাঙল পূনর্ভবা নদীর বাঁধ, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা
এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায় সহ সিপিআই(এম) নেতা তারিণী রায়, তমসের আলি, মহানন্দ সাহা, অমিত দত্ত, ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকার, আর এস পি নেতা তাপস সাহা, কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরী, কংগ্রেস নেতা পার্থপ্রতিম ইশোর, বিধায়ক নগেন্দ্রনাথ রায়, প্রাক্তন বিধায়ক অক্ষয় ঠাকুর, কেশব রায় প্রমূখ।
এদিন বাম ও কংগ্রেস নেতারা বলেন, কেন্দ্রীয় সরকার ২১দিন ধরে লাগাতার পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি করছে। যখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম কমছে, এই সময় আমাদের দেশে হুহু করে বাড়ছে তার দাম।
এর ফলে চরম সংকটের মুখে সাধারণ খেটে খাওয়া গরীব মানুষেরা। কিন্তু তারপরে পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্য এর কারণে প্রতিনিয়ত বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম।
ফলে চরম সংকটাপন্ন দেশের মানুষ। তারা বলেন, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে দেশের গরীব খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রের এই সরকার। এর প্রতিবাদেই এই আন্দোলনে সামিল হয়েছেন তারা।