দুজনের সঙ্গেই বিজেপি যোগ, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট নাও দিতে পারেন ‘বাম’ বন্ধু নৌশাদ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস-বাম-আইএসএফ জোট বেঁধে লড়াই করেছিল। কিন্তু ভোট প্রক্রিয়ায় বিন্দুমাত্র ছাপ ফেলতে পারেনি এই জোট। তার মধ্যেই জোটের পক্ষ থেকে একমাত্র আসনে জয়ী হয় নতুন দল আইএসএফের নওশাদ সিদ্দিকি।
ফুরফুরা শরীফের পিরজাদা পরিবারের সন্তান হলেও এই তরুণ বিধায়ক অল্পদিনের মধ্যেই তাঁর নম্র ব্যবহার ও যুক্তিপূর্ণ কথা দিয়ে বাংলার রাজনৈতিক মহলে নিজস্ব একটা জায়গা করে নিয়েছেন। সেই নওশাদ এবার রাষ্ট্রপতি নির্বাচনে কাকে ভোট দেবেন তাই নিয়ে হিসেব কষা শুরু হয়েছে দুই শিবিরে। যেহেতু এবারের রাষ্ট্রপতি নির্বাচনে খাতায়-কলমে দুই শিবিরের মধ্যে ব্যবধান খুব সামান্য তাই প্রতিটি ভোটকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর, এনডিএ ও ১৭ বিরোধী দলের জোটের প্রার্থী কাউকেই পছন্দ হয়নি নওশাদ সিদ্দিকির। তিনি মনে করছেন দুজনেই আসলে বিজেপির লোক। দ্রৌপদী মুর্মু সরাসরি বিজেপির নেতৃত্বাধীন শিবিরের অফিশিয়াল ক্যান্ডিডেট। অন্যদিকে বিরোধীরা প্রার্থী করলেও যশবন্ত সিনহা যে আদতে বিজেপির ঘরের লোক তা ভোলেননি নৌশাদ।
মুখ্যমন্ত্রীর সফরের আগে দুশ্চিন্তায় পূর্ব তৃণমূল নেতারা
তিনি জানিয়েছেন বিজেপিকে আটকাতে গিয়ে আরেক বিজেপিকে সমর্থন করার কোনও মানে হয় না। যদি দেশের অন্যান্য ছোট দলগুলো তৃতীয় বিকল্প প্রার্থী না দেয় সেক্ষেত্রে ভোট দান থেকে বিরত থাকতে পারেন সংযুক্ত মোর্চার এই একমাত্র বিধায়ক।
এক্ষেত্রে নওশাদ সিদ্দিকির অবস্থানের সঙ্গে বঙ্গ সিপিএমের একাংশের অবস্থান পুরোপুরি মিলে যাচ্ছে। সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্বের যশবন্ত সিনহাকে সমর্থন করার সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠেছে এ রাজ্যের সিপিএম নেতা-কর্মীদের একাংশ। দেখা যাচ্ছে তাঁদের অবস্থানের সঙ্গে পুরোপুরি সহমত নওশাদ সিদ্দিকি।