নবান্ন অভিযানে জখম বাম নেতার মৃত্যু, বৃহত্তর প্রতিবাদের হুঁশিয়ারী SFI-র
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নবান্ন অভিযানে অংশ নেওয়া যুব সংগঠনের এক নেতার মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজনীতির অন্দরে।
১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার হয়ে ওঠে পরিস্থিতি। সেখানে পুলিশের হাতে বেধড়ক মার খেয়েছিলেন বাঁকুড়া কোতুলপুরের DyFi নেতা মনসুর আলী মিদ্যা। সোমবার সকালে তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যে দেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। গোটা ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হবে বলে জানা গিয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বাম কংগ্রেস। বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, এ রাজ্যে স্বৈরাচারী সরকার চলছে। এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার কোন অধিকার নেই। মানুষের কন্ঠ রোধ করছে।
ঘটনার তীব্র নিন্দা করেছেন বাম নেতা ডঃ ফুয়াদ হালিম। তিনি বলেন পেশিতে আঘাত লাগায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিডনি। জল জমেছিল ফুসফুসেও। মারধোর ছাড়া মৃত্যুর অন্য কোনো কারণ নেই।
এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন বাম নেতারা। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন , মইদুলকে নৃশংসভাবে পরিকল্পনামাফিক হত্যা করা হয়েছে। এরপর ছাত্র-যুবরা যে পদক্ষেপ নেবে আমরা তাদের পাশেই থাকবো।
SFI সূত্রে খবর আজ বিকেল থেকেই বাম কংগ্রেসের আন্দোলন আরো জোরদার হবে। প্রসঙ্গত এখনও অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামী দিনে তাদের আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন বাম কংগ্রেসের ছাত্র-যুবরা।