কৃষি বিলের অন্যন্য নজির বাংলায়, ব্যাট করলেন বাম বিধায়ক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রের আনা তিন কৃষি আইনের প্রতিবাদে মঙ্গলবার বন্‌ধের ডাক দিয়েছে দিল্লি সীমান্তে আন্দলনরত কৃষক সংগঠনগুলি। কৃষকদের দাবীকে সমর্থন জানিয়ে দেশের একাধিক প্রান্তে আন্দোলনে পা মিলিয়েছে রাজনৈতিক দলগুলি।

পশ্চিমবঙ্গে সকাল থেকেই আন্দোলনে শামিল হয়েছিল বামেরা। জেলায় জেলায় চলে আন্দোলন কর্মসূচী বন্‌ধের প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। খালি রাস্তা। নেই নিত্য দিনের মতো যান চলাচল।

তাই রাস্তার মাঝেই কিছুটা ব্যাটিং করে নিলেন শিলিগুড়ি বিধানসভার বাম বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য।

শিলিগুড়ি পুরো প্রশাসক তথা বর্ষীয়ান সিপি(আই)এম নেতার সেই ছবি সোশ্যাল দুনিয়ায় কার্যত ভাইরাল।

সকাল থেকেই রাজ্যজুড়ে বন্‌ধের ছবি ছিল চোখে পড়ার মতো। দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলী এবং মেদিনীপুরে বাম সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

কোথাও টায়ার জ্বালিয়ে আবার কোথাও বাস যাত্রীদের করজোরে আবেদন জানিয়ে বন্‌ধ সমর্থনের আর্জি জানান বাম কর্মীরা।

গত ১৩ দিন ধরে চলা দিল্লি সীমান্তে কৃষক আন্দোলনে শামিল হয়েছেন কয়েক লক্ষ কৃষক। কেন্দ্র এবং কৃষকদের মধ্যে একাধিক দফার বৈঠকের পরেও মেলেনি সমাধানসূত্র। আপাতত কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই অনড় থেকেছেন কৃষকরা।

সম্পর্কিত পোস্ট