“আত্মনির্ভরতার নামে আত্মবিক্রির বাজেট এটা”- কেন্দ্রের সমালোচনায় সরব বাম নেতা বিকাশ ভট্টাচার্য
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এবিষয়ে সিপি(আই)এমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য দ্য কোয়ারিকে বলেন, “এই বাজেট দেশ বিক্রি করার বাজেট”।
“আত্মনির্ভরতার নামে আত্মবিক্রির বাজেট এটা”। কড়া সমালোচনা বর্ষীয়ান বাম নেতার। তিনি আরও বলেন, দেশের সার্বিক পরিকাঠামোগত কোনও পরিবর্তন না করে শুধুমাত্র একের পর এক প্রতিষ্ঠানগুলিকে বিক্রি করে দেওয়া হচ্ছে।
বিমান, ব্যাঙ্কগুলির পর এলআইসি। যা মধ্যবিত্তের জন্য ভরসার জায়গা। তাকেও বিক্রির পথে হাঁটল সরকার। এভাবে একের পর এক প্রতিষ্ঠান বিক্রি করতে চাইছে সরকার।
এদিন বাজেটে কৃষি সেস হিসাবে লিটার পিছু পেট্রোলে ২.৫ টাকা প্রতি লিটার এবং ডিজেলে ৪ টাকা প্রতি লিটার হিসাবে সেস বসিয়েছে কেন্দ্র সরকার। এবিষয়ে সিপি(আই)এম রাজ্যসভার সদস্য জানিয়েছেন, পেট্রোল ডিজেলের দাম এই মুহুর্তে আকাশচুম্বী।
কৃষকদের নামে পেট্রোল এবং ডিজেলে সেস বাড়িয়ে সর্বনাশ করছে সরকার। দিল্লিতে আন্দোলনরত কৃষকদের কথা না শুনে বাজেটে কৃষকদের নাম করে সাধারণ মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলতে চাইছে সরকার। এর ফলে কৃষকরা বিপদে পড়তে পারেন।
এদিন বাজেটে কলকাতা থেকে শিলিগুড়ি অবধি ৬৭৫ কিলোমিটার রাস্তা তৈরির জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। একইসঙ্গে অসম এবং পশ্চিমবঙ্গের চা শিল্পের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও খড়গপুর থেকে বিজয়ওয়াড়া অবধি ফ্রেট করিডোর গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
রাজীবকে দলে পেয়ে নতুন অক্সিজেন বিজেপিতে, তরুণ নেতার সুরক্ষায় ‘Z’ ক্যাটেগরির নিরাপত্তা
ভোটের আগে এই সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ করে বাম নেতা বলেন, সামগ্রিকভাবে দেশজুড়ে পরিকাঠামোগত পরিবর্তন না করে ভোটের আগে ছেলেখেলা করছে সরকার। তাই ভোটের মুখে কিছু জিনিস দিয়ে দেওয়া হয়েছে। এই টাকা পেতে এবং কাজ শুরু হতে বছর ঘুরে যাবে বলে দাবী করেন তিনি।
যদিও ৭৫ বছর বয়সী করদাতাদের জন্য সুদের ক্ষেত্রে সম্পূর্ণ ছাড় দিয়েছে সরকার। সেই বিষয়টিকে এবারের বাজেটের একটি ইতিবাচক দিক বলে মনে করছেন সিপি(আই)এমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।
টেলিফোনে সাক্ষাৎকার নিয়েছেন শুভজিৎ চক্রবর্তী