বিদ্যুতের বিল নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামেরা, কেন্দ্রের সিদ্ধান্তে অখুশি রাজ্যও

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহেই শ্রম আইন সংশোধন করে শ্রমিক স্বার্থে আঘাত এনেছে কেন্দ্রীয় সরকার। এবার বিদ্যুৎ সংশোধনী বিল এনে খর্ব করা হচ্ছে রাজ্যের ক্ষমতা। একইসঙ্গে তুলে দেওয়া হচ্ছে ভর্তুকি। এরই প্রতিবাদ জানিয়ে এবং বিলের বিরোধীতা করে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল বাম পরিষদীয় দল।

মঙ্গলবার এ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, “দেশে লকডাউনের সময়কালকে বেছে নিয়ে কেন্দ্রীয় সরকার শ্রম আইনসহ অনেকগুলি আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে। জনবিরোধী এই প্রচেষ্টাগুলির মধ্যে বিদ্যুৎ সংশোধনী বিল 2020 নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ । এই বিলটির বিরোধিতা সংগত এবং স্বাভাবিক ।’

রাজ্যের তরফে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও জানিয়েছেন, রাজ্যকে সম্পূর্ণ এড়িয়ে মানুষের স্বার্থবিরোধী বিল কেন্দ্র আনতে চাইলে রাজ্য তা কার্যকর না করার কথাই ভাববে।

করােনা ও আমফান এই উভয় সংকটে কীভাবে মানুষের পাশে ছিল তৃণমূল প্রচার করবে দল

প্রসঙ্গত, বিদ্যুৎ সংবিধানের যুগ্ম তালিকার বিষয় হলেও প্রস্তাবিত বিলে এটি কার্যত কেন্দ্রীয় বিষয়ে পর্যবসিত হবে। রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন গঠন করার ক্ষমতা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে যাবে।

নয়া বিলে কৃষিক্ষেত্র ও গরিব মানুষের জন্য থাকা ক্রস-সাবসিডি উঠে যাবে। সব গ্রাহককে একই দামে বিদ্যুৎ কিনতে হবে।

স্বাভাবিকভাবেই দেশের এক বিশাল অংশের গরিব মানুষ ও কৃষক বিদ্যুৎ কিনে ব্যবহার করতে পারবে না। এখানেই বিরোধিতা করেছেন বামেরা । তবে রাজ্য সরকার ইচ্ছে করলে গ্রাহককে সরাসরি নগদ অর্থ ভর্তুকি বাবদ দিতে পারে।

সম্পর্কিত পোস্ট