এক ধাক্কায় এক লক্ষের নীচে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এক ধাক্কায় এক লক্ষের নীচে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬,৪৯৮ জন। কয়েক সপ্তাহ পর নিয়ন্ত্রণে করোনা দ্বিতীয় ঢেউ।
কিন্তু করোনায় এখনও অবধি মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২,১২৩ জনের। মোট মৃত্যু হয়েছে ৩,৫১,৩০৯ জনের। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৩,০৩,৭০২ জন। মোট টিকা পেয়েছেন ২৩ কোটির অধিক মানুষ।
সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে আঠারো উর্ধ্বে সকলের জন্য বিনামুল্যে ভ্যাকসিনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জুনের ২১ তারিখ থেকে শুরু হবে বিনামূল্যে টিকাকারণ। ভারতে এই মুহুর্তে পজিটিভিটি রেট ৪.৬২ শতাংশ৷ সুস্থতার হার ৯৪.২৯ শতাংশ৷
মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১০,২১৯ জন। কর্ণাটকে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১১,৯৫৮ জন। তামিলনাড়ুতে একদিনে আক্রান্তের সংখ্যা ১৯,৪৪৮ জন। কেরলে একদিনে আক্রান্ত হয়েছেন ৯,৩১৩ জন।