কিছুটা কমল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এক ধাক্কায় আরও কিছুটা কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩,২৬,০৯৮ জন৷ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২,৪৩,৭২,৯০৭ জন। কমেছে মৃতের সংখ্যাও৷ গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৩,৮৯০ জন। কয়েকদিন ধরে ৪ হাজারের আশেপাশে মৃতের সংখ্যা থাকার শনিবার কিছুটা কমেছে। মোট মৃতের সংখ্যা ২,৬৬,২০৭ জন।
করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন সাড়ে তিন লক্ষের অধিক মানুষ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩,৫৩,২৯৯ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৩৬,৭৩,৮০২ জন। করোনাকে পরাস্ত করতে ভ্যাকসিন নিয়েছেন ১৮ কোটির অধিক মানুষ।
মহারাষ্ট্রে কড়া লকডাউনের পর অনেকটা কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৯,৯২৩। তবে দক্ষিণের রাজ্যগুলিতে এখনও করোনার চোখ রাঙানি কমেনি। কর্ণাটকে একদিনে আক্রান্ত ৪১,৭৭৯। কেরলে আক্রান্ত হয়েছেন ৩৪,৬৯৪ জন। তামিলনাড়ুতে ৩১,৮৯২ জন। অন্ধ্রপ্রদেশে ২২,০১৮ জন।
দিল্লির পরিস্থিতি অনেকটা সামাল দেওয়া গেছে। দিল্লিতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮,৫০৬ জন। উত্তরপ্রদেশে একদিনে আক্রান্ত হয়েছেন ১৫,৬৪৭ জন।
রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজারের কাছাকাছি। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২০,৮৪৬ জন।
যদিও ভারতের এই অবস্থায় নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু এর তরফে জানানো হয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে ভারত। ভারতকে সাহায্যের জন্য হু এর তরফে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হবে বলে জানিয়েছেন হু প্রধান।