সেপ্টেম্বর থেকে শুরু হোক শিক্ষাবর্ষ: ইউজিসি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি কমিটি ভারতজুড়ে বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা বাতিল করা সহ তার পরিবর্তে পূর্ববর্তী সেমিস্টার পরীক্ষা এবং অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে তাদের মূল্যায়ন করার জন্য সরকারকে সুপারিশ করেছে ।
হরিয়ানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরসি কুহাদের সভাপতিত্বে প্যানেল বলেছে যে জুলাই মাসে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনা ।
করোনা জনিত কারণে লক্ষাধিক শিক্ষার্থী ও কর্মকর্তাদের ঝুঁকির কারণে তা সম্ভব নয় বলে জানানো হয়েছে ।
উত্তপ্ত বাগনান, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবী তুলে সরব বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ
করোনায় উদ্ভূত পরিস্থিতির জেরে বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জুলাইয়ের বদলে সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে শিক্ষাবর্ষ। ইউজিসি-র ওই প্যানেল এই পরামর্শ দিয়েছে।
লকডাউনের জেরে শিক্ষার ক্ষতি ও অনলাইনে পড়াশোনা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখতে দুটি কমিটি তৈরি করে ইউজসি। বিকল্প শিক্ষাবর্ষ ও এলাকা বিশেষে লকডাউন এবং আনলক চলাকালীন পরীক্ষা নেওয়া যায় কিনা দেখতে হরিয়ানা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আরসি কুহাদের নেতৃত্বে তৈরি হয় একটি কমিটি।
অন্যটির নেতৃত্বে ছিলেন ইগনু-র সহ উপাচার্য নাগেশ্বর রাও, এই কমিটির দায়িত্বে ছিল অনলাইন পড়াশোনার কীভাবে উন্নতি ঘটানো যায়, দেখা। দুটি কমিটিই তাদের রিপোর্ট জমা দিয়েছে।
প্রথম কমিটি বলেছে, শিক্ষাবর্ষ জুলাইয়ের বদলে চালু হোক সেপ্টেম্বর থেকে। দ্বিতীয়টি বলেছে, পরিকাঠামোর অসুবিধে না থাকলে বিশ্ববিদ্যালয়গুলি অনলাইনে পরীক্ষা নেওয়া চালু করুক। না হলে পূর্ববর্তী সেমিস্টার পরীক্ষা এবং অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হোক।খাতায় কলমে পরীক্ষা নেওয়া আপাতত সম্ভব হবেনা।