জোটের মধ্যে নেওয়া হোক আব্বাস সিদ্দিকিকে, সোনিয়াকে চিঠি মান্নানের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির মধ্যেও বিকল্প হিসাবে উঠে আসছে বাম-কংগ্রেসের নাম। একুশের নির্বাচনে এখনও অবধি ১৯৩ টি আসনে আলোচনা শেষ করেছে দুই পক্ষ।
কিন্তু মহাজোটে কি জায়গা পাবে আব্বাস সিদ্দিকির নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট? সেই আলোচনা এখন রাজ্য রাজনীতিতে আলাদা মাত্রা পেয়েছে।
ইতিমধ্যেই জোটের শরিক হিসাবে আব্বাস সিদ্দিকির দলকে নেওয়ার অনুমতি চেয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান। সূত্রের খবর, বাংলায় একাধিক জায়গায় আব্বাস সিদ্দিকির জনসভায় মানুষের উপস্থিতি বেশ নজরে পড়েছে। এমনটাই চিঠিতে উল্লেখ করেছেন কংগ্রেস বিধায়ক।
তিনি আরও লেখেন, শুধুমাত্র সংখ্যালঘু নয়, অনগ্রসর শ্রেণীর কথাও তুলে ধরছেন আব্বাস। আর সেই ধর্মনিরপেক্ষ ভাবমুর্তি নিয়েই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গঠন করেছেন তিনি।
আরও পড়ুনঃ বাম-কংগ্রেসের সবুজ সংকেতের অপেক্ষায় আব্বাস সিদ্দিকি
এর আগে ব্যক্তিগতভাবে আব্বাসের সঙ্গে কথা বলেন আবদুল মান্নান। কথা বলেছেন মহম্মদ সেলিমও। এমনকি কিছুদিন আগে সিপি(আই)এমের রাজ্য সম্পাদক সুর্যকান্ত মিশ্র বলেন, আব্বাস সিদ্দিকি ধর্মনিরপেক্ষ। শুধুমাত্র সংখ্যালঘু নয়, অনগ্রসরদের নিয়ে কথা বলেন আব্বাস।
রাজনৈতিক মহলের মতে বাংলায় সংখ্যালঘু ভোটে এখন বিশেষ নজর পড়েছে অন্যান্য দলগুলি। পীরজাদা আব্বাস সিদ্দিকির ইমেজকে ক্যাশ করেই ভোট বৈতরণী পার করতে চাইছে বাম-কংগ্রেস।
তবে মালদহ, মুর্শিদাবাদ ছাড়াও হাওড়া, হুগলী, দুই ২৪ পরগণার ওপর বিশেষ নজর দিতে চাইছে তাঁর দল।
উল্লেখ্য, দুই আসনরফা নিয়ে আলোচনার পর ফের আরও এক দফায় বৈঠকে বসতে চলেছে বাম-কংগ্রেস। ৭ তারিখের সেই বৈঠকেই স্থির হবে এই জোটের জায়গা পাবে কি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।
যদিও দ্য কোয়ারিকে আব্বাস সিদ্দিকি আগেই জানিয়েছিলেন, দুই পক্ষের সঙ্গেই তাঁর কথা হয়েছে। যেহেতু নির্বাচন দিনক্ষণ ঘোষণা হতে আর কিছু সময় বাকি তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।