মিটিয়ে দেওয়া হোক রাজ্যের বকেয়া ৪৯১১ কোটি টাকা, নির্মলা সীতারামনকে চিঠি অমিত মিত্রের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ইয়াস এবং কোভিড পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার তার বকেয়া পাওনা প্রায় পাঁচ হাজার কোটি টাকা এখনই মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে।
অর্থমন্ত্রী অমিত মিত্র শুক্রবার রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে লেখা চিঠিতে জিএসটি ক্ষতিপূরণ পাওয়ার সময়সীমা আরও পাঁচ বছর বাড়িয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন। গত দশ মাস রাজ্যকে কেন তার পাওনা মেটানো হচ্ছে না সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থমন্ত্রী।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চারপাতার চিঠিতে অমিত মিত্র একাধিক ইস্যুতে রাজ্যের টাকা আটকে রাখার কারণ জানতে চেয়েছেন। ২০২০ এপ্রিল মাস থেকে ২০২১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রাজ্যের জিএসটির প্রাপ্য ৬৩ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে।
ইয়াস বিদ্ধস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল
যার মধ্যে শুধু পশ্চিমবঙ্গের বকেয়া রয়েছে ৪৯১১ কোটি টাকা। যত দ্রুত সম্ভব সেই টাকা রাজ্যকে দেওয়ার দাবি জানিয়েছেন অর্থমন্ত্রী।
চিঠিতে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন নির্মলা সীতারমণকে, গত মাসেই চিকিৎসা সামগ্রী ওষুধ ও করোনা মোকাবিলায় প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে খরচ কমাতে ও চিকিৎসার পণ্য থেকে জিএসটি মকুবের জন্য চিঠি লিখেছিলেন। তা নিয়েও এখনও কেন্দ্র কোনও চিন্তাভাবনা বা পদক্ষেপ গ্রহণ করেনি।
চিঠিতে অমিত মিত্র এও জানিয়েছেন, রাজ্যগুলিকে বিনা শর্তে জিডিপির-৫ শতাংশ ঋণ দেওয়া হোক। ঋণের কারণ হিসেবে তিনি জানিয়েছেন ‘ইয়াসের’-এর ধাক্কায় ত্রাণ- কাজে ও একাধিক জেলাকে সাজাতে অনেক অর্থের প্রয়োজন।
রাতের অন্ধকারে রানওয়েতে ঘুরছে শিয়াল, যাত্রী নিরাপত্তার প্রশ্নে সংঘাতে কেন্দ্র-রাজ্য
এছাড়াও রাজ্যের টিকা কেনায় বাড়তি খরচ হচ্ছে। যার ফলে রাজ্যের বাজেটে টান পড়ছে। এই ঋণ সেই কাজে লাগানো হবে।