কেন্দ্রের বাজেটকে সামনে রেখে বাজেট করুক রাজ্যগুলি, নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার ষষ্ঠবার নীতি আয়োগের বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। সেখানেই কেন্দ্র রাজ্যের সমন্বয় এবং সমঝোতার ওপর বিশেষ গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন বৈঠকে কৃষি পরিকাঠামো উন্নয়ন, কৃষিজ উৎপাদন বৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের জন্য রাজ্য এবং কেন্দ্রের সমন্বয় অতি গুরুত্বপূর্ণ।
একইসঙ্গে এদিনের বৈঠকে কেন্দ্রের বাজেটের প্রশংসা করেন তিনি। যেকোনো রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে এই সমন্বয় গনতন্ত্রকে মজবুত করবে বলে মনে করেছেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, কেন্দ্রের বাজেটকে সামনে রেখেই বাজেট করুক রাজ্য। কেন্দ্রীয় বাজেটের সঙ্গে সামঞ্জস্য রাখার বার্তা দেন তিনি।
গরিবদের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে বলে দাবী করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে উন্নয়নে বেসরকারি ক্ষেত্রের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে দাবী করেন তিনি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সংবিধান বিরোধী বলে দাবী করছে কংগ্রেস। ঘোর কটাক্ষ করেছেন বিরোধীরা।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর ডাকা নীতি আয়োগের বৈঠক এড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
রাজনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গের সরকার কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করছে এই কথা রাজনৈতিক মঞ্চ থেকে বারবার বলেছেন গেরুয়া শিবিরের নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে এমনকি সদ্য বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের মুখে একই সুর। শনিবারের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতেই এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
প্রথম দফায় ক্ষমতায় আসার পরেই নেতাজীর যোজনা কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ গঠন করেন প্রধানমন্ত্রী। তারপর থেকেই প্রত্যেকবারের বৈঠক এড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এদিন নীতি আয়োগের পরিচালন পর্ষদের ষষ্ঠ দফার বৈঠকে প্রথমবার উপস্থিত ছিল জম্মু-কাশ্মীর এবং লাদাখের উপরাজ্যপালরা।