গোয়ার রাজনীতিতে নতুন সমীকরণ, তৃণমূলের সঙ্গে জোটের সুর প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর গলায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পূর্ব ভারতে বাংলা দখলের পর তৃণমূলের (TMC) পরবর্তী লক্ষ্য পশ্চিম ভারতের বিজেপি (BJP) দূর্গ গোয়া (Goa)। সেইমতো প্রচার ও প্রসার শুরু করেছেন তৃণমূল নেতারা৷ এরই মধ্যে ঘাসফুলের সঙ্গে জোটের জন্য ইচ্ছাপ্রকাশ করল গোয়া ফরওয়ার্ড পার্টি (Goa Forward Party)।

দলের সভাপতি বিজয় সারদেশাইয়ের (Vijay Sardesai) কথায়, প্রশান্ত কিশোরের (Prashant Kishore) সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়েছে। তবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। গোয়ার মানুষের মন বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটাই জানিয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।

২০১৭ সালে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের (Congress) সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু শেষ অবধি তা ভেস্তে যায়। তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি লুজিনহো ফেলেরিওর (Luizinho Falerio) কারণেই জোটভঙ্গ হয়েছিল বলে জানা যায়।

দুর্বিসহ রাতের অভিজ্ঞতা যেন আরও জয়ের খিদে বাড়িয়েছে আফগানদের

পরে ৩ টি আসন পেয়ে বিজেপির সঙ্গে জোট করে ক্ষমতায় আসে জিএফপি(GFP)। কিন্তু সেটাও বেশিদিন টেকেনি। ২০১৯ সালে বিজেপির সঙ্গে সমঝোতা ভেঙে যায়।তৎকালীন কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা লুজিনহো এবার গোয়া তৃণমূল কংগ্রেসের সেনাপতি।

তাই জোটের অঙ্ক এতটা সোজা হবে না। আবার বিজয় সারদেশাই স্পষ্ট করেছেন, কোনওভাবেই কংগ্রেসের সঙ্গে জোটে যেতে রাজি নয় তাঁর দল। গোয়া, গোয়ার মানুষ এবং গোয়ার সংস্কৃতিকে অগ্রাধিকার দেওয়ার নীতিতে অবিচল থাকতে চান তাঁরা।

২৮ তারিখ দু’দিনের গোয়া সফরে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সেখানেই তৃণমূল সুপ্রিমোর সঙ্গে জিএফপির জোট নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷

সম্পর্কিত পোস্ট