সংসদের অধিবেশন স্থগিতের দাবিতে চিঠি তৃণমূলের
দ্য় কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার থেকে শুরু হল সংসদের বাজেট অধিবেশনের শেষ পর্ব। বাজেট অধিবেশনের প্রথম পর্ব শুরু হয়েছিল ২৯ জানুয়ারি। আর শেষ হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। এবার শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব এই পর্বে চলবে ৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত।
এদিন অধিবেশন শুরুর আগেই লোকসভা এবং রাজ্যসভার অধ্যক্ষকে অধিবেশন মুলতবি রাখার দাবি জানিয়ে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই বাংলাসহ একাধিক রাজ্যে বিধানসভার নির্ঘন্ট ঘোষণা হয়েছে।
এই অবস্থায় ওই সব রাজ্যের সাংসদেরা বিধানসভায় দলের প্রচারে ব্যস্ত থাকবেন। ফলে এই সময় অধিবেশন না করার জন্যই আর্জি জানান তৃণমূল।
বেনজির ! বিজেপির পথে সরলা মুর্মু, হবিবপুরে প্রার্থী বদল তৃণমূলের
তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দোপাধ্যায় এবং রাজ্যসভা ডেরেক ও’ব্রায়েন উভয় কক্ষের অধ্যক্ষকে চিঠি লেখেন। চিঠিতে তারা লিখেছেন, ৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত একমাসব্যাপী যে অধিবেশন রয়েছে, শেষ সময় পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট রয়েছে।
শুধু বাংলা নয়, একইসঙ্গে আসাম, তামিলনাড়ু, কেরল, পন্ডিচেরি-সহ মোট পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। ফলে এই সময় সংসদের অধিবেশন স্থগিত রাখা হোক। তৃণমূলের তরফ থেকে ২০০৮ এবং ২০১১ সালের উদাহরনের কথা উল্লেখ করেছেন। এই সময় বিধানসভা ভোটের জন্য সংসদের অধিবেশন স্থগিত রাখা হয়েছিল। তাহলে একুশে কেন তা করা হবে না বলে প্রশ্ন তৃণমূলের।