দিল্লিতে হাজিরার অব্যাহতি চেয়ে কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের, ঘটনার যথাযথ তদন্ত করছে রাজ্য
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনার যথাযথ তদন্ত করা হচ্ছে বলে চিঠি মারফৎ রাজ্য সরকার জানিয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে লেখা ওই চিঠিতে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার দুটি থানায় তিনটি পৃথক পৃথক মামলা দায়ের করেছে। ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ওই হামলার ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশককে দিল্লিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনার জন্য তলব করেছে। এরই প্রেক্ষিতে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছেন।
সেখানে আলাপন বাবু জানিয়েছেন
- জেপি নাড্ডা সহ অন্যান্য জেড ক্যাটাগরি নিরাপত্তা প্রাপকদের সুরক্ষায় রাজ্য সরকারের তরফে কোনো গাফিলতি ছিল না।
- কনভয় এবং সভাস্থলের সুরক্ষায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল।
- বাহিনীর উচ্চপদস্থ কর্তাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল।
- কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রাজ্য প্রশাসন সর্বত সতর্কভাবে বিজেপি নেতাদের সুরক্ষার ব্যবস্থা করেছিল।
- মূল কনভয়ে অন্য অনেক গাড়ি ঢুকে যাওয়ায় নিরাপত্তা দিতে সমস্যা হয়েছে বলে মুখ্যসচিব চিঠিতে উল্লেখ করেছেন।
- কারণ প্রশাসনের একমাত্র নিরাপত্তা প্রাপকদের সুরক্ষা দেওয়ার কথা।
- ঘটনার তদন্ত শেষ করে খুব শীঘ্রই সর্বশেষ রিপোর্ট দেওয়া হবে।
রাজ্য সরকার যেহেতু ইতিমধ্যেই ওই ঘটনা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে তাই সোমবার সশরীরে দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে তার ও রাজ্য পুলিশের মহানির্দেশক এর বৈঠক করা থেকে মুখ্যসচিব অব্যাহতি চেয়েছেন।
সূত্রের খবর, আগামী ১৪ ডিসেম্বর সকাল ১১টায় দিল্লি যেতে বলা হয়েছিল মুখ্যসচিব এবং ডিজিকে।
শুক্রবার সকালে বিজেপি সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/responding-to-treatment-the-former-chief-minister-buddhadev-bhattachariya-is-slowly-recovering/
টুইটারে তিনি লেখেন, ‘বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কনভয়ে হামলা, রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি এবং অন্যান্য বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের ডিজিপিকে আগামী ১৪ ডিসেম্বর দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত যে, ওঁর জঙ্গলরাজে লাগাম টানার জন্য দেশে সংবিধান এবং অসংখ্য আইন রয়েছে’।
উল্লেখ্য, বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে সভা করতে গিয়ে দফায় দফায় বাধার মুখে পড়েন নাড্ডা। বিজেপির অভিযোগ, আমতলা থেকে শিরাকোলের দিকে এগোনোর সময় আশপাশ থেকে এলোপাথাড়ি ইট, লাঠিসোটা এবং বোতল উড়ে আসতে শুরু করে।
কৈলাস বিজয়বর্গীয়ের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর। তাতে আঘাত পান তিনি। উড়ে আসা বোতলের ঘায়ে রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষের গাড়ির কাচ ভেঙে যায় বলেও অভিযোগ। করে গেরুয়া শিবির।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে বলে শুক্রবার সাত সকালে দিল্লিতে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। পাশাপাশি তিনি সাংবাদিক বৈঠকের মাধ্যমে তুলোধনা করেন শাসকদলের। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তলব করল ডিজি এবং মুখ্যসচিবকে।
এর আগেও অনেক ঘটনায় রাজ্যের জবাবদিহি চেয়ে পাঠিয়েছিল কেন্দ্র। তা নিয়ে রাজ্য রাজনীতিতে বিস্তর চাপানউতোরও হয়েছে। তবে এবার সরাসরি মুখ্যসচিব ও ডিজিকে দিল্লি তলবকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।