ক্যাব চালকদের করোনা সংক্রমণ রুখতে একগুচ্ছ দাবিতে পরিবহন দফতরে চিঠি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্যাব চালকদের মধ্যে করোনা সংক্রমণ রুখতে পরিবহন দফতরের দ্বারস্থ ক্যাব অপারেটররা
কয়েকদিনের মধ্যেই দুজন ক্যাব চালক করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন ক্যাব অপারেটররা। এই পরিস্থিতিতে অন্যান্য ক্যাব চালকদের মধ্যে তারা করোনা সংক্রমণ হওয়ার আশঙ্কা করছেন।
তাই যাতে চালকদের মধ্যে করোনা ছড়িয়ে না পড়ে তার জন্য পরিবহন দফতরের দ্বারস্থ হলেন ক্যাব অপারেটররা। ক্যাব চালকদের সুরক্ষা নিশ্চিত করতে বারবার ক্যাব স্যানিটাইজ , চালকদের আর্থিক সাহায্য ও করোনা পরীক্ষাসহ একগুচ্ছ দাবি জানালেন ক্যাপ অপারেটরসরা । এই দাবিতে সোমবার যে পরিবহন দফতরে তারা চিঠি দিয়েছেন।
ওয়েস্ট বেঙ্গল অনলাইন কাব অপারেটর গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল ব্যানার্জি জানিয়েছেন, গত কয়েকদিনের মধ্যে দুজন ক্যাবচালক করোনা আক্রান্ত হয়েছেন।
প্রয়াত প্রবাদপ্রতিম যাত্রা শিল্পী ত্রিদিব ঘোষ
তার অভিযোগ, ওই দুজন চালক করোনা আক্রান্ত হওয়ার পর ওলা -উবের এর পক্ষ থেকে কোনরকমের পদক্ষেপ নেওয়া হয়নি। এই পরিস্থিতে দ্রুত পদক্ষেপ না নিলে আরো বেশিসংখ্যক ক্যাব লোকদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে ।
তাদের দাবি, ক্যাব চালকদের মধ্যে সংক্রমণ রুখতে প্রথমেই চালকরা যাতে কোনভাবে যাত্রীদের সংস্পর্শে না আসেন তার তার ব্যবস্থা করতে হবে। এর জন্য চালকের দিকের সিট এবং যাত্রীদের দিকের সিট পৃথক করার ব্যাবস্থা করতে হবে।
সেইসঙ্গে ভাড়া যাতে পুরোপুরিভাবে অনলাইনে নেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে। প্রতিটি ট্রিপ শেষে ক্যাব গুলি স্যানিটাইজ করার ব্যবস্থা করতে হবে।
এর পাশাপাশি , চালকদের আর্থিক সাহায্য চিকিৎসার ব্যবস্থা করার সঙ্গে সঙ্গে প্রয়োজনে করানো পরীক্ষার ব্যবস্থা করতে হবে বলেও দাবি জানিয়েছে ক্যাব অপারেটররা।