সাহিত্যিক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রয়াত
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সাহিত্যিক, প্রাবন্ধিক, অনুবাদক, অধ্যাপক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। শারীরিক অসুস্থতার সঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মানবেন্দ্র বাবুর জন্ম ১৯৩৮ সালের ২৫ এপ্রিল অধুনা বাংলাদেশের সিলেটে। কলকাতার প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কানাডার টরোন্টো বিশ্ববিদ্যালয় ও পোল্যান্ডের ভাশভি বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্য, ভারতীয় নন্দনতত্ত্ব ও ললিতকলার ইতিহাস নিয়ে পড়াশোনা করেন। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন।
মমতার পর বৈতরণী পার করতে ভরসা রাজীব-শুভেন্দু
শিশু সাহিত্যের জন্যে তিনি পশ্চিমবঙ্গ সরকারের ‘বিদ্যাসাগর পুরস্কার’ এবং অনুবাদের জন্যে সাহিত্য অকাদেমির অনুবাদ পুরস্কার পেয়েছিলেন। কলকাতায় সাহিত্য আকাদেমির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
লাতিন আমেরিকার উপন্যাস সংগ্রহ, লাতিন আমেরিকার গল্প সংগ্রহ, তৃতীয় বিশ্বের ছোটগল্পের সংকলন, কুড়িয়ে ছড়িয়ে দেশবিদেশের লোককথা ইত্যাদি বহু অনুবাদগ্রন্থের পাশাপাশি তাঁর ‘এই শহরে চোর নেই ও অন্যান্য গল্প’, ‘বাস্তবের কুহক, কুহকের বাস্তব’ ইত্যাদি গল্প ও প্রবন্ধগ্রন্থগুলি উল্লেখযোগ্য।
মানুষ হিসেবেও ছিলেন অত্যন্ত সজ্জন। তাঁর প্রয়াণ বাংলায় অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি।