এখনই লোকাল ট্রেন পরিষেবা নাও চালু করা হতে পারে: রেল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১২ আগস্টের পরও নিয়মিত ট্রেন পরিষেবা বন্ধ থাকতেই পারে। এখনও দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। তাই গোটা দেশে এখনই লোকাল ট্রেন পরিষেবা চালু করার মত বড় পদক্ষেপের ঝুঁকি নিতে চাইছে না রেল।

পরিবর্তে দেশের মধ্যে যেসব শহরে সক্রিয় করোনা রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে, সেইসব শহরের মধ্যে অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হতে পারে। রেলমন্ত্রক সূত্রে এমনও জানা গিয়েছে বিষয়টি নিয়ে শীঘ্রই রাজ্যগুলির মতামত চাইতে পারে রেল।

করোনা পরিস্থিতির মোকাবিলায় দেশজুড়ে লকডাউনের জেরে গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই বন্ধ হয়ে রয়েছে লোকাল ট্রেন সহ বিভিন্ন নিয়মিত ট্রেন পরিষেবা।

তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখে গত ১২ মে থেকে দেশের ১৫টি রুটে এসি স্পেশাল যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। গত ১ জুন থেকে এসি ও নন-এসি মিলিয়ে আরও ১০০ জোড়া স্পেশাল যাত্রীবাহী ট্রেন চালাচ্ছে রেলমন্ত্রক।

গত মাসেই এক জরুরি নির্দেশিকা জারি করে রেল বোর্ড জানিয়ে দিয়েছে, আগামী ১২ আগস্ট পর্যন্ত সারা দেশে রেগুলার ট্রেন পরিষেবা স্থগিতই থাকবে। সেই সময়সীমা শেষ হচ্ছে ঠিক আর এক সপ্তাহ পর।

কলকাতায় হাসপাতাল থেকে রোগী ফেরালে বেডের ব্যবস্থাও করতে হবে হাসপাতালকেই

এখানেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে স্বাভাবিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ নেবে রেল বোর্ড?

মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, সেই সম্ভাবনা কম। বরং রেগুলার ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত আরও কিছুদিনের জন্য বাড়িয়ে দেওয়া হতে পারে।

সরকারি সূত্রের খবর, করোনা পরিস্থিতি দেশের সর্বত্র একরকম নয়। এমন বহু শহর রয়েছে, যেখানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রতিদিন কমছে। এখন পরিস্থিতি খতিয়ে দেখে উল্লিখিত শহরগুলির মধ্যে ট্রেন যোগাযোগ বাড়ানো যেতেই পারে।

এর আগে রেল বোর্ডই ঘোষণা করেছিল, দেশজুড়ে যাত্রীবাহী স্পেশাল ট্রেনের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। কিন্তু করোনা সংক্রমণের দিকে তাকিয়ে সেই সিদ্ধান্ত আর কার্যকর হয়নি।

সম্পর্কিত পোস্ট