লকডাউন বেড়ে হলো ১৭ মে পর্যন্ত , ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের বাড়ল লকডাউন। দ্বিতীয় দফার লকডাউন শেষে তৃতীয় দফার লকডাউন শুরু হতে চলেছে। ৪ মে থেকে সেই লকডাউন শুরু হবে।
শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রক এই লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছে। আরও দু’সপ্তাহের জন্য লকডাউন বাড়ানো হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ ১৭ মে পর্যন্ত জারি থাকবে লকডাউন।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে একটি বৈঠক হয়। সেই বৈঠকেও লকডাউন নিয়ে আলোচনা হয়েছে। এরপরই কেন্দ্রের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হল। যদিও পরবর্তী দফার এই লকডাউনে নতুন কিছু গাইডলাইন জারি করবে কেন্দ্র।
লকডাউনের “মে” দিবস – অনলাইনে পালিত আজকের দিন
কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, রেড জোন বা হটস্পট, গ্রিন ও অরেঞ্জ জোনের ক্ষেত্রে নিয়মের কিছু ফারাক থাকবে।
অর্থাৎ গ্রিন ও অরেঞ্জ জোনে কিছু নিয়ম শিথিল করা হবে বলে জানানো হয়েছে।
তৃতীয় দফার লকডাউনেও দেশ জুড়ে রেল, মেট্রো ও সড়ক পরিবহন বন্ধ থাকবে। বন্ধ থাকবে স্কুল, কলেজ সহ সব ইনস্টিটিউট। কোনও ধরনের জমায়েত করা যাবে না। বন্ধ থাকবে বিমান পরিষেবা।
গোটা দেশে লকডাউনের একই নিয়ম জারি থাকলেও রেড জোনের ক্ষেত্রে কিছু অতিরিক্ত নিয়ম পালন করতে হবে বা অতিরিক্ত কিছু বাধা-নিষেধ থাকবে। যেমন, সাইকেল, অটো বা ট্যাক্সি বন্ধ রাখতে হবে। অন্য জেলায় কোনও বাস চালানো যাবে না। সেলুন বা স্পা বন্ধ রাখতে হবে।
তবে সূত্রের খবর, গ্রিন জোনে কিছু বাস চালানো যাবে। খুলবে না জিম, সিনেমা হল।