কন্টেনমেন্ট জোনে লকডাউন বিধি আরােপে তৎপর কলকাতা পুলিশ

দ্য কোয়ারি ডেস্ক:কন্টেনমেন্ট জোনে লকডাউন বিধি আরােপে তৎপর কলকাতা পুলিশ।

সাতটি নতুন জায়গা যুক্ত হয়ে মহানগরের কন্টেনমেন্ট জোনের সংখ্যা দাঁড়িয়ে চব্বিশে ।

শুক্রবার সকাল হতেই এই সাতটি এলাকায় টহলদারি শুরু করে দিল কলকাতা পুলিশ ।

সংশ্লিষ্ট অঞ্চলগুলােতে যাতে লকডাউন বিধি যথাযথভাবে পালিত হয় তার জন্যই এই তৎপরতা নেওয়া হয় ।

এদিন সংশ্লিষ্ট এলাকার ডিভিশনের ডিসি সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা এলাকাগুলি পরিদর্শন করেন । মাইকিংও করা হয় ।

অন্যান্য দিনের মতাে এদিনও সেন্ট্রাল ডিভিশনের কয়েকটি বাজার এলাকা এবং রাস্তায় মাস্ক বিলি করা হয়েছে ।

উল্লেখ্য , ডােভার লেন ও শরৎ বসু রােড়ে কয়েকটি আবাসন , পােস্তার শিকদারপাড়া স্ট্রিটের কয়েকটি বাড়ি , রাজা সন্তোষ রায় রােডের চারটি বহুতল , জাস্টিস চন্দ্র মাধব রােডের একটি আবাসন এবং পাহাড়পুর রােডের একাংশকে নতুন করে কন্টেনমেন্ট জোন করা হয়েছে ।

এই এলাকায় সর্বমোট ২০ জন আক্রান্ত এবং আইসােলেশনে রাখা হয়েছে আরও কয়েকজনকে ।

এর আগের কয়েকদিন শহরে কন্টেনমেন্ট জোনের সংখ্যা ছিল চব্বিশের বেশি । কিন্তু সেই সংখ্যাও কমেছে ।

বৃহস্পতিবারই মেয়র ফিরহাদ হাকিম জানান , পুরনাে তালিকা থেকে যে জায়গাগুলি বাদ দেওয়া হল , সেখান থেকে পাওয়া রিপাের্ট অনুযায়ী গত দু’সপ্তাহে নতুন করে কেউ সংক্রমিত হয়নি । সেই কারণেই বেশ কয়েকটি জায়গাকে তালিকার বাইরে করা হয়েছে। তবে নতুন করে সেখানে কেউ আক্রান্ত হলে ফের ওই এলাকা কন্টেনমেন্ট জোন হয়ে যাবে ।

সম্পর্কিত পোস্ট