লকডাউন বারাসাতঃ ড্রোন ক্যামেরায় চলছে নজরদারী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  কোভিড মোকাবিলায় রাজ্য জুড়ে আজ লকডাউন। অন্যদিকে আজ থেকে বারাসাত জুড়ে আগামী ৭ দিন লকডাউনের প্রথম দিন অর্থাত শনিবার থেকেই কড়া হাতে মোকাবিলা শুরু করেছে প্রশাসন।

ড্রোন ক্যামেরার মাধ্যেমে চলছে নজরদারি। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগণা জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১০ হাজার। সবথেকে বেশী করোনা আক্রান্তের সংখ্যা মিলেছে বারাসাত, হাবড়া, বনগাঁ,ব্যারাকপুর, নৈহাটিতে।

রাজ্য জুড়ে লকডাউনের দ্বিতীয় দিন আজ। অন্যদিকে আজ বারাসাত পৌরসভা এলাকা জুড়ে লক ডাউনের প্রথমদিন। ফলে ওষুধের দোকান বা জরুরী পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ। রাস্তাঘাট জনশূন্য।

পুলিশ প্রশাসনের নজরদারি জারী। তৃণমূল নেতা ও বারাসাত পৌরসভার পৌর প্রশাসক সুনীল মুখার্জী জানিয়েছেন আগামী শুক্রবার পর্যন্ত বারাসাত জুড়ে সার্বিক লকডাউন সর্বাত্মক ভাবে বলবৎ যেন থাকে সেবিষয়ে পুলিশের সহযোগিতা নিয়ে তৎপর থাকবে বারাসাত পৌরসভা।

শনিবারের চিত্র পরিষ্কার করে দিয়েছে মানুষজন ঘর থেকে বেরোচ্ছেন না, দোকানপাট বন্ধ থাকায় জটলা দুরস্ত -সম্পূর্ণ নিস্তব্ধ বারাসাত। তথাপি কিছু মানুষ যাঁরা বেরিয়েছিলেন ও আইন ভেঙেছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ।

বেলা এগারোটা নাগাদ বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী জানান, বারাসাতে পুলিশ এর ড্রোন এর মাধ্যমে নজরদারী চালাচ্ছে বারাসাত জেলা পুলিশ। রাস্তাতেও পুলিশের নাকা চেকিং চলছে লকডাউনের নির্দেশিকা ভাঙার অপরাধে শতাধিক আইনভঙ্গকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট