বৃহস্পতিবার থেকে আগামী ৭ দিন লকডাউন বারাসাত, নির্দিষ্ট সময়ে খোলা থাকবে দোকানপাট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতার পর উত্তর ২৪ পরগণা জেলা জুড়ে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। যা চিন্তায় ফেলছে প্রশাসনকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার থেকে আগামী ৭ দিনের জন্য মধ্যমগ্রাম, বারাসাত, হাবড়া, গোবরডাঙ্গা লকডাউন থাকবে।
অন্যদিকে বারাসাতে ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন। বারাসতে সংক্রমণকে ঠেকাতে উদ্যোগ নিলে বারাসাত পৌরসভা ও জেলা প্রশাসন। আজ বারাসাত পৌরসভায় সর্বদল বৈঠকে মাধ্যমে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী সাতদিন বারাসাত পৌরসভা এলাকায় আংশিক ও সময়ভিত্তিক লক ডাউনের সিদ্ধান্ত গৃহীত। দুপুর একটার পরে বারাসাত পৌরসভা অঞ্চলে জরুরী পরিষেবা ব্যতীত দোকানপাট বাজার ঘাট বন্ধ থাকবে।
রাজস্থানে উপমুখ্যমন্ত্রী পদ থেকে বরখাস্ত শচীন পাইলট
মঙ্গলবার বারাসাত পৌরসভায় সর্বদলীয় বৈঠকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয় । বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আগেই নিজেদের মধ্যে আলোচনা করে কোভিডের মোকাবিলা করতে জরুরী পদক্ষেপ নেওয়ার কিছু সিদ্ধান্ত নেয়।
সর্বদলীয় বৈঠকে সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সকাল সাতটা থেকে একটা পর্যন্ত খোলা থাকাকে বাজার। বন্ধ থাকবে পান বিড়ি চায়ের দোকান।
সেই সঙ্গে বারাসাতে চালু করা হবে কোভিড হাসপাতাল। পাশাপাশি বারাসাতের মানুষের কথা ভেবে তৈরি করা হবে সেফহোম।
বারাসাত পৌরসভা অঞ্চলে কোভিড পসিটিভদের চিকিৎসার জন্য নার্সিংহোম থাকার উপযোগিতা বিচার করে সে বিষয়ে সর্বদল সার্বিক ভাবে সহমতে এসেছে বলে জানান বারাসাত পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনস্ট্রেটরের কার্যনির্বাহী প্রশাসক অশনি মুখোপাধ্যায়।
বাড়তে থাকা করোনা সংক্রমণ প্রতিহত করতেই সমস্ত রাজনৈতিক দলগুলিকে ডেকে বারাসাত পুরসভায় সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বারাসাত পৌরসভা অঞ্চল জুড়ে আগামী সাতদিন আংশিক ও সময়ভিত্তিক লকডাউনের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য বোর্ড অফ অ্যাডমিনস্ট্রেটরের প্রশাসক সুনীল মুখার্জী ও অপর এক কাউন্সিলর হোম কোয়াররেন্টাইনে রয়েছেন ।