১৫ জুন পর্যন্ত বাড়ল বিধিনিষেধ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা মোকাবিলায় আগামী ১৫ জুন পর্যন্ত বিধিনিষেধ জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, এটা লকডাউন বা, জনতা কার্ফু নয়। করোনার সংক্রমণ রুখতে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে শুধুমাত্র। কার্ফু এবং লকডাউনে আলাদা আইন রয়েছে। বিধি নিষেধ জারি হওয়ার ফলে করোনার সংক্রমণ কমেছে বলেও মন্তব্য করেন তিনি। এর জন্য বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,”বিধি-নিষেধ জারি করায় কোভিড কমেছে। রাজ্যের মানুষ সহযোগিতা করে নিজেরাই নিজেদের রক্ষা করেছে।”

উল্লেখ্য, এই বর্ধিত বিধিনিষেধ অনুসারে এখনকার নিয়মেই অর্থাৎ সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত দোকান খোলা থাকবে। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আগের মতোই বাইরে বেরোনোর ওপর নিষেধাজ্ঞাও বহাল থাকবে। তবে আগের মতোই জরুরি সমস্ত পরিষেবা খোলা থাকবে।

সম্পর্কিত পোস্ট