ঈদ মিটতেই সেনা নামিয়ে কঠোর লকডাউনের পথে বাংলাদেশ

দ্য কেয়ারি ডেস্ক: কোরবানির ঈদ শেষ। চলছে ঈদের ছুটি। এর মাঝে করোনা সংক্রমণ রুখতে কঠোর বিধিনিষেধ (লকডাউন) শুরু হচ্ছে বাংলাদেশে। শুক্রবার থেকে এই বিধিনিষেধ আরোপিত হবে।

লকাডাউনের শিথিলতা মানা হবে না। জানিয়েছেন বাংলাদেশের জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহম্মদ ফরহাদ হোসেন। তিনি বলেছেন, আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এই নিয়ম চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।

কঠোর লকডাউন পালনে দেশবাসীর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। বলা হয়েছে, আসন্ন ১৪ দিন বিধি-নিষেধ মানলে সংক্রমণের চেন ভাঙতে পারা যাবে।

সব অফিস বন্ধ থাকবে। সরকারি ও বেসরকারি অফিস, শিল্প কারখানাসহ সারা দেশে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

Pegasus Spyware: ফোন হ্যাকিং- র অভিযোগ খতিয়ে দেখতে মন্ত্রীদের বিশেষ দলগঠন ইজরায়েলে

ঈদে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঘরমুখো মানুষের ঢল নেমেছিল পথে। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনার কথা থাকলেও  তা মানা হয়নি। এমন পরিস্থিতিতে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর ও কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি কমিটি। তাদের পরামর্শে সরকার ঈদের পরই ফের ১৪ দিনের কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে।

বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে সরকারি হিসাবে করোনায় শনাক্ত ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন। মোটা মারা গেছেন১৮ হাজার ৪৯৮ জন। করোনা থেকে মোট সুস্থ হলেন ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন।

সম্পর্কিত পোস্ট