৩০ জুনের পর বাংলায় বাড়বে লকডাউনের মেয়াদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৩০ জুন পর্যন্ত সারা দেশে লকডাউন চলবে। নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। বাংলায় তার পরেও লকডাউন চলবে বলে বুধবার সর্বদলীয় বৈঠকের পরে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যদিও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েই লকডাউন কার্যকর হবে বাংলায়। কিন্তু কতদিন এই লকডাউন কার্যকর হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এদিন মুখ্যমন্ত্রী আমন্ত্রিত রাজ্যের সর্বদলীয় বৈঠকে এবিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সিপি(আই)এম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, রাজ্যে যেহেতু কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।