হুগলির রিষরায় জুট মিলের সামনে শ্রমিকদের নীরব প্রতিবাদ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রেড জোন এলাকার জুটমিল খুলে গেলও অরেঞ্জ গ্রুপ এলাকা হুগলির জুট মিল গুলি না খোলায় ক্ষুব্ধ শ্রমিকরা ।
এদিন সকাল থেকে রিষরার হেস্টিংস জুট মিলের শ্রমিকরা গেটে শ্রমিকরা মুখে মাক্স পড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে নীরব প্রতিবাদ শুরু করল।
এন এফ আই টি ইউ সি উনিয়নের জেনারেল সেক্রেটারি শ্যাম কুমার গুপ্তা জানালেন রেড রোড এলাকার জুটমিল গুলি ইতিমধ্যে বেশ কয়েকটি খুলেছে। কিন্তু আমাদের হুগলির অরেঞ্জ এলাকার জুটমিল গুলি একটাও খোলেনি। যার ফলে ব্যাপক আর্থিক সংকটের মধ্যে পড়েছেন এখানকার শ্রমিকরা।
শ্রমিকদের নিয়ে বাংলার পথে দুটি বিশেষ ট্রেন, ভাড়া মেটাবে কংগ্রেস, ঘোষণা সোনিয়ার
রাজ্য সরকার বলেছিল লকডাউনের বন্ধের শ্রমিকরা তাদের প্রাপ্য মাহিনা পাবেন ।কিন্তু মালিকপক্ষ এখনো পর্যন্ত কোন টাকায় শ্রমিকদের দেয়নি যার ফলে আমাদের এখানকার ১১ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সমর্থিত কর্মীরা আজ রিষরার হেস্টিংস জুট মিলের গেটে এসেছি ,আমাদের দাবি অবিলম্বে খোলা হুগলির মিল গুলি খোলা হোক এবং সরকার যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে অনুযায়ী আমরা কাজ করবো ।
শ্যাম বাবু কে প্রশ্ন করা হয় যে সরকার তো বলেছে যে 25 শতাংশ শ্রমিক দিয়ে চালানো হবে এর উত্তরে তিনি জানান আমরা দেখবো যাতে সবাই কাজ পায় । কিন্তু আমাদের কারখানা যদি অবিলম্বে না খোলা হয় তাহলে আমাদের শ্রমিক পরিবার গুলো ভেসে যাবে।