লকডাউনের “মে” দিবস – অনলাইনে পালিত আজকের দিন
রাহুল গুপ্ত
মে দিবস। মানে শ্রমিকদের জন্য তাদের স্বার্থে আজকের এই দিন। যা পালন হয়ে আসছে দীর্ঘ বছর ধরে। সেই
১৯২১ সাল থেকে। কিন্তু আজ ভারত সহ ১৩১ টি দেশের অবস্থা এক। করোনা কাঁটায় জর্জরিত সবাই তা সে আপনি শ্রমিক বলুন কিংবা মালিক দুই পক্ষই। আছে ঘর থেকে না বেরোনোর নিয়ম। আছে সোশ্যাল ডিসটেন্স বজায় রাখার নিয়ম। তাই আজ এই প্রথম বিশ্বের সর্বত্রই পালন হচ্ছে দিনটি অন লাইন প্লাটফর্মে।
শ্রমিক দিবসে শ্রমিকদের হয়ে গিটার হাতে মুখর হবেন পিঙ্ক ফ্লয়েডের রজার্স ওয়াটার্স। আমেরিকায় গান গেয়ে তাঁদের দাবিদাওয়ার কথা বলবেন। অনলাইনে দেখা যাবে তাঁর অনুষ্ঠান।
দিল্লির প্রকাশনা সংস্থা ‘লেফ্ট ওয়ার্ড বুকস’ এই উদ্যোগ নিয়েছে। শ্রমিক দিবসে অনলাইনে দেশ–বিদেশের বিভিন্ন প্রান্তে বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। দুপুর থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান চলবে রাত পর্যন্ত।
মে দিবসের ডাক… মে দিবস? কীসের মে দিবস?
live.leftword.com এই ওয়েবসাইটে অনুষ্ঠান দেখা যাবে। কথায়, গানে, কবিতায় দুনিয়ার বিভিন্ন অংশের বাম নেতা, শিল্পীরা শ্রমিকদের অধিকার রক্ষার লড়াইয়ে তাঁদের পাশে থাকার শপথ নেবেন।
প্রত্যেক বছর মে দিবসে ওই প্রকাশনা সংস্থা তাদের দিল্লির অফিসে অনুষ্ঠানের উদ্যোগ নেয়। লকডাউনের কারণে এবার তা সম্ভব নয়। তাই অনলাইন অনুষ্ঠান।
মুম্বইয়ে কবি আমির আজিজের কবিতা দিয়ে। বেঙ্গালুরু থেকে গান গাইবেন এম ডি পল্লবীর। দুর্গাপুর থেকে যোগ দেবেন জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ, লেবানন থেকে শিল্পী তানিয়া সালেহ, ভেনেজুয়েলার শিল্পী হোসে ডেলগাডো, দিল্লির নাট্যগোষ্ঠী জননাট্য মঞ্চ, আমেরিকার কবি মার্টিন এস্পাদা। আর রাত সাড়ে এগারোটায় গিটার ধরবেন, গলা ছাড়বেন রজার ওয়াটার্স।